জুলিয়া সিজারিস
Julia Caesaris

প্রখ্যাত রোমান সেনাপতি জুলিয়াস সিজার-এর দুই বোনের নাম। এদের বড় বোনকে জুলিয়া সিজারিস মেজর (
Julia Caesaris Major এবং ছোট বোন জুলিয়া সিজারিস মাইনর (Julia Caesaris Minor) নামে পরিচিতা।

উল্লেখ্য, রোমান সিনেটর গাইয়ুস জুলিয়াস সিজার (
Gaius Julius Caesar) ঔরসে আউরেলিয়া কোট্টা (Aurelia Cotta )-এর গর্ভে তিনটি সন্তান জন্মলাভ করে। এদের ভিতরে রোমান সেনাপতি জুলিয়াস সিজার ছিলেন সবচেয়ে ছোটো। প্রথম বোন জুলিয়া সিজারিস মাইনর সম্পর্কে বিশেষ কিছু জানা যায় না। তবে দ্বিতীয় বোন জুলিয়া সিজারিস মাইনরের নাম রোমান ইতিহাসে পাওয়া যায় রোমের প্রথম সম্রাট অগাস্টাসের মাতামহী হিসাবে। রোমান ইতিহাসে জুলিয়া সিজারিস মাইনরকে সাধারণত জুলিয়া সিজারিস নামেই অভিহিত করা হয়।

ইনি জন্মগ্রহণ করেছিলেন খ্রিষ্টপূর্ব ১০১ অব্দে। এই বিচারে জুলিয়াস সিজার তাঁর চেয়ে এক বছরের ছোটো ছিলেন। এঁর বিয়ে হয়েছিল মার্কাস আটিয়ুস বাল্‌বাস (
Marcus Atius Balbus,  105 BC – 51 BC) -এর সাথে। এঁদের সন্তারা ছিলেন-
১. আটিয়া বাল্‌বা প্রিমা (Atia Balba Prima)
২.
আটিয়া বাল্‌বা ক্যাসোনিয়া (Atia Balba Caesonia)
৩.
আটিয়া বাল্‌বা টের্টিয়া (Atia Balba Tertia)
খ্রিষ্টপূর্ব ৮৭ অব্দে ইনি রোমে মৃত্যবর্ণ করেন। এদের ভিতর আটিয়া বাল্‌বা ক্যাসোনিয়া ছিলেন রোমের প্রথম সম্রাট অগাস্টাসের মা।