বরাহমিহির

প্রাচীন ভারতীয় জ্যোতির্বিজ্ঞানী ও কবি। আনুমানিক ৫০৫ খ্রিষ্টাব্দে তিনি উজ্জয়িনীর নিকটবর্তী একটি স্থানে জন্মগ্রহণ করেছিলেন। এঁর রচিত তিনটি গ্রন্থকে বিশেষ মর্যাদা দেওয়া হয়। এই গ্রন্থ তিনটি হলো – পঞ্চসিদ্ধান্তিকা, বৃহৎসংহিতা ও বৃহজ্জাতক। ধারণা করা হয়, এই গ্রন্থগুলো  ৫৫০ খ্রিষ্টাব্দের দিকে তিনি রচনা করেছিলন। তাঁর পঞ্চসিদ্ধান্তিকা গ্রন্থটি পাঁচটি খণ্ডে সমাপ্ত। এই গ্রন্থটিকে জ্যোতির্বিজ্ঞান এবং জ্যোতিষশাস্ত্রের সংক্ষিপ্তসার বলে অভিহিত করা হয়। পঞ্চসিদ্ধান্তিকার পাঁচটি খণ্ডের নাম– এই সিদ্ধান্তগুলো হলো- সূর্যসিদ্ধান্ত, বশিষ্ঠসিদ্ধান্ত, পৌলিশ সিদ্ধান্ত, রোমক সিদ্ধান্ত ও ব্রহ্ম সিদ্ধান্ত।


সূত্র : বাংলা বিশ্বকোষ তৃতীয় খণ্ড। নওরোজ কিতাবিস্তান। জুলাই ১৯৭৩।