বিজয়াদিত্য
(রাজত্বকাল -৬৯৬-৭৩৩ খ্রিষ্টাব্দ)
বাতাপী চালুক্য রাজবংশের সপ্তম রাজা।

৬৯৬ খ্রিষ্টাব্দে বিনয়াদিত্যের  মৃত্যুর পর সিংহাসন লাভ করেন তাঁর পুত্র বিজয়াদিত্য। এঁর উল্লেখযোগ্য সাফল্য ছিল, তিনি পল্লব-রাজ পরমেশ্বর বর্মণকে পরাজিত করে কাঞ্চি দখল করেছিলেন।

৭৩৩ খ্রিষ্টাব্দে তাঁর মৃত্যুর পর, তাঁর দ্বিতীয় পুত্র বিক্রমাদিত্য (দ্বিতীয়) সিংহাসন লাভ করেন।