বিক্রমাদিত্য
দ্বিতীয়
(রাজত্বকাল ৭৩৩-৭৪৫
খ্রিষ্টাব্দ)
বাতাপী
চালুক্য
রাজবংশের অষ্টম রাজা।
৭৩৩ খ্রিষ্টাব্দে
বিজয়াদিত্যের
মৃত্যুর পর, তাঁর দ্বিতীয় পুত্র বিক্রমাদিত্য (দ্বিতীয়)
সিংহাসন লাভ করেন। তিনি পল্লবদের রাজা
নন্দী বর্মণ
দ্বিতীয়-কে
-পরাজিত করে পল্লবদের রাজধানী কাঞ্চি অধিকার করতে সক্ষম হয়েছিলেন।
নন্দী বর্মণ
দ্বিতীয় পরাজিত হয়ে পার্শ্ববর্তী কূটরাজ্যে আশ্রয়
নেন। এরপর তিনি পল্লব রাজসিংহাসনে চিত্রমায়া বসান। তাঁর রাজত্বকালে গুজরাটে আরব
আক্রমণ শুরু হয়েছিল। তিনি গুজরাটের শাসনকর্তার সাহায্য নিয়ে আরবদের পরাস্ত করেন।
৭৪৫ খ্রিষ্টাব্দে
তাঁর মৃত্যুর পর সিংহাসন লাভ করেন
কীর্তিবর্মণ
দ্বিতীয়
(দ্বিতীয়)।