এরপর চালুক্য রাজা
বিক্রমাদিত্য দ্বিতীয়
আক্রমণ করেন এবং রাজধানী কাঞ্চী অধিকার করেন। এই সময় নন্দী রাষ্ট্রকূট রাজ্যে আশ্রয়
গ্রহণ করেন। রাজা বিক্রমাদিত্য দ্বিতীয়
চিত্রমায়াকে পল্লব সিংহাসনে অধিষ্ঠিত করেন। ৭৪৫
নন্দী বর্মণ
দ্বিতীয়-এর সেনাপতি উদয়চন্দ্র চিত্রমায়াকে পরাজিত ও
হত্যা করে পল্লব রাজ্যের অংশবিশেষের অধিকার লাভ করেছিলেন।
ইতিমধ্যে
রাষ্ট্রকূটরাজা ইন্দ্র অধিকর শক্তিশালী হয়ে
উঠলে, চালুক্য রাজা
কীর্তিবর্মণ
দ্বিতীয়
রাষ্ট্রকূট রাজ্যে আক্রমণ করেন। খান্দেশের যুদ্ধে
কীর্তিবর্মণ
দ্বিতীয়
পরাজিত হয়। এর ফলে দন্তি দুর্গ-সহ মহারাষ্ট্রে উত্তর ভাগ ইন্দ্রের অধিকারে চলে যায়।
এই সময় পল্লব রাজ্যের নির্বাচিত রাজা দন্তি দুর্গ দখলে
নন্দী বর্মণ
দ্বিতীয় তাঁকে সাহায্য করেন। এই কারণে
নন্দী বর্মণ
দ্বিতীয় পল্লব সিংহাসন অধিকারের সময় সাহায্য করেন।
কীর্তিবর্মণ
দ্বিতীয়
-এর মৃত্যুর পর চালুক্য শক্তি বিলুপ্তির পথে চলে গিয়েছিল। কিন্তু সুদূর দক্ষিণে
চালুক্য সামন্তদের রাজত্ব ছিল। পল্লব সিংহাসন অধিকারের পর, নন্দী
বর্মণ দক্ষিণে অভিযান চালিয়ে চালুক্যদের রাজ্য দখল করেন। তিনি গঙ্গবংশের রাজা
শ্রীপুরুষকে পরাজিত করে গঙ্গরাজ্যের কিছু অংশ দখল করেন।
৭৯৬ খ্রিষ্টাব্দে তাঁর মৃত্যু হলে
সিংহাসন লাভ করেন তাঁর পুত্র দন্তি বর্মণ।
সূত্র: