পরমেশ্বর বর্মণ দ্বিতীয়
(রাজত্বকাল ৭৩০-৭৯৬ খ্রিষ্টাব্দ)
পল্লব রাজবংশ রাজবংশের রাজা।

৭৩০ খ্রিষ্টাব্দে নরসিংহ বর্মণ দ্বিতীয়-এর  মৃত্যুর পর  পরমেশ্বর বর্মণ সিংহাসন লাভ করেন। তাঁর রাজত্বকালে চালুক্য বংশের বিক্রমাদিত্য দ্বিতীয় আক্রমণ করে কাঞ্চি দখল করে নেন। পরে অপর এক যুদ্ধে তিনি কাঞ্চি উদ্ধার করতে সক্ষম হয়েছিলেন।

৭৯৬ খ্রিষ্টাব্দে তাঁর মৃত্যু হলে সিংহাসন লাভ করেন
ন্দী বর্মণ

সূত্র: