নরসিংহ বর্মণ, দ্বিতীয়
(রাজত্বকাল
৬৯৫-৭২২ খ্রিষ্টাব্দ)
পল্লব রাজবংশ রাজবংশের রাজা।
৬৯৫ খ্রিষ্টাব্দে
পল্লব রাজবংশের
পরমেশ্বর বর্মণ
প্রথম মৃত্যুবরণ করেন। এরপর তাঁর পুত্র নরসিংহ বর্মণ পল্লব
রাজ্যের সিংহাসন লাভ করেছিলেন। সিংহাসনে বসার পর তিনি রাজসিংহ উপাধি গ্রহণ করেন।
তাঁর রাজত্বকালে বিশেষ কোনো যুদ্ধবিগ্রহ হয় নি। তবে ধারণা করা হয় কলভ্র আদিবাসীদের
ছোটখাট যুদ্ধ হয়েছিল এবং তিনি জয় করেছিলেন।
৭২২ খ্রিষ্টাব্দে নরসিংহ বর্মণের মৃত্যুর পর পুত্র
পরমেশ্বর বর্মণ
দ্বিতীয় সিংহাসন লাভ করেন।
সূত্র:
- ভারত ইতিহাস পরিক্রমা/অধ্যাপক প্রভাতাংশু মাইতি। শ্রীধর
প্রকাশনী, কলকাতা। আগষ্ট ১৯৯৪।
- ভারতের ইতিহাস/অতুলচন্দ্র রায়, প্রণব কুমার
চট্টোপাধ্যায়।