কীর্তিবর্মণ
দ্বিতীয়
(রাজত্বকাল ৭৪৫-৭৫৭
খ্রিষ্টাব্দ)
বাতাপী
চালুক্য
রাজবংশের নবম রাজা।
৭৪৫ খ্রিষ্টাব্দে
বিক্রমাদিত্য দ্বিতীয়ের
মৃত্যুর পর কীর্তিবর্মণ
সিংহাসনে বসেন। এই সময় পল্লব রাজ্যের রাজা ছিলেন চিত্রমায়া কীর্তিবর্মণের অনুগত ।
আর পল্লব রাজ্যের নির্বাচিত রাজা
নন্দী বর্মণ
দ্বিতীয় রাষ্ট্রকূট-রাজ্যে নির্বাসিত ছিলেন। ৭৪৫
নন্দী বর্মণ
দ্বিতীয়-এর সেনাপতি উদয়চন্দ্র চিত্রমায়াকে পরাজিত ও
হত্যা করে পল্লব রাজ্যের অংশবিশেষের অধিকার লাভ করেছিলেন।
ফলে কীর্তবর্মণের রাজশক্তি অনেকাংশে কমে যায়।
রাষ্ট্রকূটরাজা ইন্দ্র অধিকর শক্তিশালী হয়ে
উঠলে, কীর্তিবর্মণ রাষ্ট্রকূট রাজ্যে আক্রমণ করে। খান্দেশের যুদ্ধে কীর্তিবর্মণ
পরাজিত হলে। এর ফলে দন্তি দুর্গ-সহ মহারাষ্ট্রে উত্তর ভাগ ইন্দ্রের অধিকারে চলে যায়।
এই সময় পল্লব রাজ্যের নির্বাচিত রাজা
নন্দী বর্মণ
দ্বিতীয় তাঁকে সাহায্য করেন।
৭৫৬ খ্রিষ্টাব্দে রাষ্ট্রকূট রাজা কৃষ্ণ (প্রথম), কীর্তিবর্মণকে পরাজিত করে সমগ্র
মহারাষ্ট্র অধিকার করে নেয়। ৭৫৭ খ্রিষ্টাব্দে
তাঁর মৃত্যুর পর এই রাজবংশ হীনবল হয়ে ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায়।