ফ্লোরা আহমেদ
(১৯৪৯-২০২০)
বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী।
১৯৪৯ খ্রিষ্টাব্দে দিনাজপুরে জন্মগ্রহণ করেন ।
ঢাকায় এসে তিনি
ওয়াহিদুল হকের কাছে সঙ্গীতে দীক্ষা নেন। পরবর্তী সময়ে তাঁর বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
১৯৭১ খ্রিষ্টাব্দে স্বাধীনতা যুদ্ধের সময় তিনি কলকাতার
বাংলাদেশের শিল্পীসংঘের গানের দলের সঙ্গে যুক্ত ছিলেন।
১৯৭২ খ্রিষ্টাব্দে এঁদের একমাত্র পুত্র পুত্র এষণ ওয়াহিদ-এর জন্ম হয়।
বেঙ্গল ফাউন্ডেশন থেকে তার কণ্ঠে ধারণ করা রবীন্দ্রসংগীতের দুটি অ্যালবাম প্রকাশিত হয়েছে।
সিডি দুটো হলো- 'আছো অন্তরে চিরদিন' এবং 'হৃদয়ে ছিলে জেগে'।
২০২০ খ্রিষ্টাব্দের ১৯ মার্চ ঢাকায় মৃত্যুবরণ করেন।