জ্ঞানদাস
মধ্যযুগীয় বৈষ্ণব পদাকর্তা।

তাঁর জন্মকাল নিয়ে মতভেদ রয়েছে। ১৫২০ থেকে ১৫৩৫ খ্রিষ্টাব্দের ভিতরে সিউড়ি ও কাটোয়ার কাঁদরা নামক গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি শ্রীচৈতন্যের অন্যতম শিষ্য নিত্যানন্দের ভক্ত ছিলেন। নিত্যান্দের মৃত্যুর পর, তাঁর  দ্বিতীয়া স্ত্রী জাহ্নবী দেবী বৈষ্ণব সমাজের নেত্রী হয়েছিলেন। জ্ঞানদাস জাহ্নবী দেবীর শিষ্য হন। বৃন্দাবনে এসে তিনি শ্রীজীব, রঘুনাথ দাস, গোপালভ্ট্ট, কৃষ্ণদাস কবিরাজ প্রমুখের সংস্পর্শে এসে নিজেকে সমৃদ্ধ করেন।

তিনিই প্রথম ষোড়শ-গোপালের রূপ বর্ণনা করেন। এছাড়া তিনি ব্রজবুলিতে তিনি বহু পদ রচনা করেছিলেন। তিনি নতুন আঙ্গিকে কীর্তন পরিবেশনের প্রক্রিয়া উদ্ভাবন করেন।