গোরক্ষনাথ, বাধনদার
খ্রিষ্টীয় অষ্টাদশ-ঊনবিংশ শতাব্দীর কবি গানের বাধনদার।

প্রথম জীবনে তিনি বিভিন্ন কবিয়ালদের জন্য গান রচনা করে দিতেন। বিশেষ করে এন্টনি ফিরিঙ্গি যখন কবিগানের দল তৈরি করেন, তখন তাঁর প্রায় সকল গান রচনা করে দিতেন গোরক্ষনাথ। এক দুর্গা পূজার সময়, চুঁচুড়ার এক বিশিষ্ট ব্যক্তি এন্টনি ফিরিঙ্গিকে কবিগানের জন্য ডাকেন। এই সময় গোরক্ষনাথের নতুন গান লিখে দেওয়ার কথা ছিল। কিছু পাওনা বাকি থাকায় গোরাক্ষনাথ এন্টনি ফিরিঙ্গিকে নতুন গান দেওয়া থেকে বিরত থাকেন। এই সময় এন্টনি ফিরিঙ্গি বিরক্ত হয়ে নিজেই আগমনী গান লেখেন এবং ওই আসর রক্ষা করতে সক্ষম হন।

গোরক্ষনাথের গান খুব বেশি পাওয়া যায় না। 
দুর্গাদাস লাহিড়ি সম্পাদিত বাঙালির গান গ্রন্থে মাত্র ২টি গান পাওয়া যায়।

তথ্যসূত্র :
চর্যাগীতিকা/মুহম্মদ আবদুল হাই ও আনোয়ার পাশা সম্পাদিত। ষ্টুডেন্ট ওয়েজ। অগ্রহায়ণ ১৪০২।
চর্যাগীতি কোষ/নীলরতন সেন। সাহিত্যলোক।  জানুয়ারি ১৯৭৮।
চর্যাগীতি পরিক্রমা/ড. নির্মল সেন। দে'জ পাবলিশিং, জানুয়ারি ২০০৫।
চর্যাগীতি প্রসঙ্গ/সৈয়দ আলী আহসান। মৌলি প্রকাশনা, জুন ২০০৩।
বাংলাভাষার ইতিবৃত্ত/ডঃ মুহম্মদ শহীদুল্লাহ। মাওলা ব্রাদ্রার্স, মার্চ ২০০০।
ভাষার ইতিবৃত্ত। আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড। নভেম্বর ১৯৯৪।
হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা/হরপ্রসাদ শাস্ত্রী। (বঙ্গীয় সাহিত্য পরিষৎ, ১৩২৩)
হরপ্রসাদ শাস্ত্রী রচনা-সংগ্রহ (দ্বিতীয় খণ্ড)। পশ্চিমবঙ্গ রাজ্য পুস্তক পর্ষৎ, নভেম্বর ২০০০/বি