হোয়াত মাহমুদ
(১৬৯৩- ১৭৬০ খ্রিষ্টাব্দ)
মধ্যযুগীয় কবি, সাধক ও সাত্ত্বিক পুরুষ

১৬৯৩ খ্রিষ্টাব্দে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ঝাড়বিশলা গ্রামে জন্ম নেন। তাঁর পিতা শাহ কবির মামুদ ছিলেন ঘোড়াঘাট সরকারের দেওয়ান এবং তিনি নিজে ছিলেন ওই সরকারের কাজী।

আনুমানিক ১৭৬০ খ্রিষ্টাব্দের ১৭ ফেব্রুয়ারিতে তিনি মৃত্যুবরণ করেন। প্রতি বছর ঝাড়বিশিলায় কবির মাজার প্রাঙ্গণে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে কবির জন্ম ও মৃত্যুবার্ষিকী পালিত হয়ে আসছে। এছাড়াও সরকারি জেলা পরিষদের উদ্যোগে কবির স্মৃতি কেন্দ্র স্থাপিত করা হয়েছে। তাঁর সম্মানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একটি ভবনের নামকরণ করা হয়েছে 'কবি হেয়াত মামুদ একাডেমিক ভবন'।

এ পর্যন্ত তাঁর রচিত চারটি কাব্যের নাম পাওয়া যায়। এগুলো হলো-