হরিকিষাণ তেলোয়ার
? – ১৯৩০ খ্রিষ্টাব্দ
ব্রিটিশ ভারতে ব্রিটিশ-বিরোধী বিপ্লবী
১৯০৮ খ্রিষ্টাব্দে পাঞ্জাবে
জন্মগ্রহণ করেন। তার পিতার নাম গুরুদাস মাল তেওয়ার ও মায়ের নাম মাথুরা দেবী তেলওয়ার। তাঁর ছোট ভাই
ভগৎরাম তেলোয়ারছিলেন গুপ্ত বিপ্লবী দলগুলোর গুপ্তচর।
১৯৩০ খ্রিষ্টাব্দের ২৩ ডিসেম্বর লাহোর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাঞ্জাবের গভর্নর Sir
Geoffrey de Montmorency.।
এই গভর্নর পাঞ্জাবে স্থানীয় রাজনৈতিক কর্মকাণ্ড দমনের জন্য নিষ্ঠুর আচরণের জন্য
কুখ্যাতি অর্জন করেছিলেন। হরিকিষাণ এবং তাঁর সহ-যোদ্ধারা মোন্টমোরেন্সিকে পিস্তলের
গুলিতে হত্যা করার চেষ্টা করেন। মোন্টমোরেন্সি আহত হন। এই সময় একজন পুলিশ
ইন্সপেক্টর, একজন সাব-ইন্সপেক্টর ও দুজন মহিলা আহত হয়েছিলেন। এই ঘটনায় তাঁকে
গ্রেফতার করা হয়। বিচারে তাঁর ফাঁসির আদেশ হয় এবং তাঁকে তাঁকে মিনওয়ালী জেলে প্ররণ
করা হয়। এই জেলে ১৯৩১ খ্রিষ্টাব্দের ৯ জুন তাঁকে ফাঁসি দেওয়া হয়। মৃত্যুর পর তাঁর
লাশ আত্মীয়দের হাতে তুলে না দিয়ে, মিয়ানওয়ালী জেলের পাশে গভীর রাতে
বেওয়ারিশ মুসলমানদের কবরস্থানে কবর দেওয়া হয়।
সূত্র:
আমি সুভাষ বলছি: শ্রীশৈলেশ দে।
রবীন্দ্র লাইব্রেরী, কলকাতা। প্রকাশকাল- রথযাত্রা-১৩৮১ প্রথম খণ্ড, রথযাত্রা
-দ্বিতীয় খণ্ড ১৩৮৪, রথযাত্রা -তৃতীয় খণ্ড ১৩৮৯।