ভগৎরাম
তেলোয়ার
১৯০৮ – ১৯৮৩ খ্রিষ্টাব্দ
ব্রিটিশ ভারতে ব্রিটিশ-বিরোধী বিপ্লবী এবং গুপ্তচর।
১৯০৮ খ্রিষ্টাব্দে পাঞ্জাবে
জন্মগ্রহণ করেন। তার পিতার নাম গুরুদাস মাল তেওয়ার ও মায়ের নাম
মাথুরা দেবী তেলওয়ার। তাঁর বড় ভাই
হরিকিষাণ তেলোয়ার পাঞ্জাবের গভর্নর মোন্টমোরেন্সিকে হত্যা-প্রচেষ্টায় ফাঁসি হয়েছিল।
ভগৎরাম কীর্তি কিষণ পার্টি এবং
অনুশীলন সমিতির
পক্ষে গুপ্তচর হয়ে কাজ করেছেন। তাঁর কর্মক্ষেত্র ছিল প্রধানত জার্মানি, জাপান,
সোভিয়েত ইউনিয়ন, ইতালি এবং ব্রিটশ শাসিত ভারতে। ১৯৪১ খ্রিষ্টাব্দে
নেতাজী সুভাষচন্দ্র বসু ভারত থেকে জার্মানীতে পালিয়ে যাওয়ার
সময়, ভগৎরাম ব্যাপক সহায়তা করেন।
সুভাষচন্দ্রের কলকাতা থেকে কাবুল
পর্যন্ত যাত্রাপথে তাঁর গোপনীয়তা রক্ষা করা, পথের আশ্রয় এবং নিরাপত্তা ব্যবস্থা
ভগৎরাম
সুভাষচন্দ্রের সাথে থেকে
নিয়ন্ত্রণ করেছিলেন। পরে
সুভাষচন্দ্রের কাবুল থেকে
সোভিয়েত ইউনিয়ন ঘুরে জার্মানী পর্যন্ত তিনি সঙ্গে না থাকলেও এই যাত্রা-পথের
ব্যবস্থাও তিনি করে দিয়েছিলেন।
১৯৮৩ খ্রিষ্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন।
তাঁর স্ত্রীর
নাম ছিল রাম কৌর।