জাহানারা চৌধুরী
(১৯১৩–১৯৮২)
কবি, সাহিত্য পত্রিকার সম্পাদিকা

১৯১৩ খ্রিষ্টাব্দে মালদার এক অভিজাত জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। যতদূর জানা যায়, তিনি তাঁর ভাই আলতাফ চৌধুরীরর সাথে কলকাতায় থাকতেন। সমকালীন সাহিত্যিকদের আলোচনার সূত্রে ধারণা করা হয়, তিনি বিদুষী এবং সুন্দরী ছিলেন।

তিনি 'রূপরেখা' নামক একটি সাহিত্য পত্রিকা সম্পাদন করতেন। এই পত্রিকার নামকরণ করণ করেছিলেন রবীন্দ্রনাথ। এই পত্রিকার সূচনা সংখ্যায় রবীন্দ্রনাথ একটি কবিতা পাঠিয়েছিলেন। কবিতাটির শিরোনাম ছিল 'মূল্যশোধ'।
                    মূল্যশোধ   
            তোমার কালো চুলের বন্যায়
            আমার দুই পা ঢেকে দিয়ে বলেছিলে
                    তুমি আমার রাজা,
                    তোমাকে যা দিই—
            তোমার রাজকর যে তার চেয়ে অনেক বেশি
                    আরো দেওয়া হলো না
                    কেননা, আর যে আমার নেই
            বলতে গেলে তোমার দুই চোখ দিয়ে জল পড়েছিল।

উল্লেখ্য, এই সময় 'রূপ-রেখা' নামে একটি সিনেমা পত্রিকা ছিল। তাই তিনি পত্রিকার নাম পাল্টে রাখেন 'বর্ষবাণী‌'। জাহনারার লেখা থেকে জানা যায়, রবীন্দ্রনাথের সাথে বেশ সুসম্পর্ক ছিল। এক চিঠিতে রবীন্দ্রনাথ তাঁকে লিখেছিলেন- সেদিন তোমার কথা শুনে বড় আনন্দ পেয়েছি,...সেদিন তোমার কাছ থেকে আমি যেন সমস্ত বাংলাদেশের মেয়েদের হাতের অর্ঘ্য পেয়েছি।
 
জাহানারার সাথে
কাজী নজরুল ইসলাম  বিশেষ মধুর সম্পর্ক ছিল। নজরুলনের  নলিনীকান্ত সরকারের বর্ণনা থেকে জানা যায়. ১৯৩০ খ্রিষ্টাব্দের কোনো একদিন নজরুলকে সাথে নিয়ে জাহানারা তাঁদের কলকাতার বাসায় গিয়েছিলেন। সেই সূত্রে নজরুলের সাথে পরিচয়। পরবর্তী সময়ে জাহানারা নজরুলের উপর যথেষ্ট প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছিলেন।

১৯৩১ খ্রিষ্টাব্দের
১৪ জুন (রবিবার ৩১ জ্যৈষ্ঠ ১৩৩৮) নজরুল তাঁর নিজের গাড়ি নিয়ে বন্ধু-বান্ধবদের সাথে দার্জিলিং ভ্রমণে যান। এই ভ্রমণে পৃথকভাবে গিয়েছিলেন মন্মথ রায়, অবনী রায়, মনোরঞ্জন চক্রবর্তী, স্বপন বুড়ো (অখিল নিয়োগী), নীহার বালা। কিন্তু নজরুলের সাথে গাড়িতে গিয়েছিলেন জাহান আরা চৌধুরী। এই ভ্রমণে জাহান আরার সাথে নজরুলের বিশেষ হৃদ্যতা গড়ে উঠেছিল। নজরুল উঠেছিলেন  জাহান আরাদের দর্জিলিং-এর ডাক বাংলোতে। ১৪ই জুন ২৮ জুন পর্যন্ত জাহানারার আবদারে নজরুল তাঁকে নিয়ে ৫টি কবিতা ও ৩টি গান রচনা করেছিলেন। গানগুলো নজরুল রচনা করেছিলেন জাহানারার খাতায়।


১৯৮২ খ্রিষ্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন।