জিতেন্দ্রনাথ ভট্টাচার্য
(১৮৭৭-১৯৩৮ খ্রিষ্টাব্দ) সেতার ও সুরবাহার বাদক।
১৮৭৭ খ্রিষ্টাব্দে তৎকালীন নদীয়া জেলার রানাঘাটে জন্মগ্রহণ করেন। পিতার নাম
বামাচরণ ভট্টাচার্য।
শৈশবে তিনি পিতার কাছে ব্যাকরণ, কাব্যশাস্ত্র, সেতার ও
সুরবাহার বাদন শেখেন।
তিনি আলাপ ও জোড়ের জন্য বিখ্যাত ছিলেন। বাজনার স্বীকৃতি স্বরূপ তিনি পেয়েছিলেন-
রাজপুতনার বাণেশ্বরের মহারাওয়াল পৃথ্বী সিং বাহাদুর পুরস্কার, আজিমগঞ্জ জমিদার এম
নহর বাহাদুর স্বর্ণপদক, পুরান চাঁদ নাহার স্বর্ণপদক, এবং
মুঙ্গেরের বরাজা দেবকিনন্দন প্রসাদ সিং-এর কাছ থেকে স্বর্ণপদক।
তিনি প্রতিভা দেবীর স্থাপিত 'সংগীত সংঘ'
মহাবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হিসেবে শিক্ষকতা করেছেন।
১৯৩৮ খ্রিষ্টাব্দে তিনি মৃত্যবরণ করেন। উল্লেখ্য তাঁর জ্যৈষ্ঠ পুত্র লক্ষ্মণ
ভট্টাচার্য সেতারে সুনাম অর্জন করেছিলেন।
তথ্যসূত্র
:
সংগীতসাধক অভিধান। মোবারক হোসেন খান। বাংলা একাডেমী ঢাকা।
ফেব্রুয়ারি ২০০৩।
পৃষ্ঠা: ৭৫।
The Musicians of India
(part-1) Herendra Kishore Roy Choudhury.
page1-3