জয়ানন্দ
মধ্যযুগীয় বৈষ্ণব পদাকর্তা। 
তাঁর জন্মকাল নিয়ে মতভেদ রয়েছে। কবির দাবি অনুসারে জানা যায়, তাঁর নামকরণ করেছিলেন
শ্রীচৈতন্য। 
ধারণা করা হয়, আনুমানিক ১৫৫২ খ্রিষ্টাব্দে বর্ধমান জেলার আমাইপুর গ্রামে জন্মগ্রহণ 
করেন। তাঁর পিতার নাম সুবুদ্ধি মিশ্র। তাঁর রচিত গ্রন্থের নাম 'চৈতন্যমঙ্গল'। তিনি 
পালাগানের মতো করে নয় খণ্ডে এই গ্রন্থটি রচনা করেছিলেন। এই গ্রন্থ মতে পুরীতে আষাঢ় 
মাসে রথের সামনে নৃত্য করার সময়, ইষ্টখণ্ডের আঘাতে
শ্রীচৈতন্য আহত হন 
এবং  এই কারণে তাঁর মৃত্যু হয়। এই তথ্যটি অবশ্য
শ্রীচৈতন্যের 
একনিষ্ঠ ভক্তরা গ্রহণ করেন নি। 
তাঁর মৃত্যুকাল সম্পর্কে জানা যায় নি।
 
সূত্র: