লর্ড কার্জন
(১৮৫৯-১৯২৫ খ্রিষ্টাব্দে)
ব্রিটিশ ভারতের  ভারতের গভর্নর জেনারেল ও ভাইসরয়। পুরো নাম জর্জ ন্যাথানিয়েল কার্জন, তবে লর্ড কার্জন নামে বহুল পরিচিত।

১৮৫৯ খ্রিষ্টাব্দের ১১ জানুয়ারি ডার্বিশায়ারের কেডেলস্টোন-এ জন্মগ্রহণ করেন।

তিনি ছিলেন ডার্বিশায়ারের চতুর্থ ব্যারন স্কার্সডেলের জ্যেষ্ঠ পুত্র। পড়াশোনা করেন হ্যাম্পশায়ারের উইক্সেনফোর্ড পাবলিক স্কুলে। ইটন স্কুল ও অক্সফোর্ডের ব্যালিওল কলেজেও পড়েছেন।

১৮৮৬ খ্রিষ্টাব্দে তিনি পার্লামেন্ট সদস্য হিসেবে সাউথপোর্টের প্রতিনিধিত্ব করেন।

১৮৯১ থেকে ১৮৯২ খ্রিষ্টাব্দ পর্যন্ত ব্রিটিশ ভারতের 'পার্লামেন্টারি আন্ডারসেক্রেটারি' হিসেবে দায়িত্ব পালন করেন।
১৮৯৫ থেকে ১৮৯৮ খ্রিষ্টাব্দ পর্যন্ত ফরেন আন্ডারসেক্রেটারি দায়িত্ব পালন করেন। 
১৮৯৯ খ্রিষ্টাব্দে তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী লর্ড স্যালিসবেরির অনুরোধে ব্রিটিশ ভারতের ভাইসরয়ের দায়িত্ব গ্রহণ করেন।

১৯০৪ খ্রিষ্টাব্দে তিনি বঙ্গভঙ্গের প্রস্তাব দেন।
ব্রিটিশ সাম্রাজ্যের স্বার্থ অক্ষুণ্ণ রাখার জন্য তিনি বাংলা প্রসিডেন্সি ভেঙে বাংলাকে দুর্বল করার চেষ্টা করেন। বিশেষ করে বাংলার আন্দোলনরত জাতীয়তাবাদী শক্তিকে ব্রিটিশশক্তি হুমকি হিসাবে নিয়েছিল। তিনি এই প্রস্তাবের সমর্থনে জনমত তৈরির জন্য পূর্ববঙ্গ ভ্রমণ করেন। এই সময় ঢাকাসহ কয়েকটি জেলা ভ্রমণ করেন। এই বছরেই ঢাকায় একটি টাউন হল নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তাঁর নামানুসারে এর নামকরণ করা হয় কার্জন হল।

এই প্রস্তাব অনুসারে ১৯০৫ খ্রিষ্টাব্দে বঙ্গভঙ্গ কার্যকর হলে শুরু হয় বঙ্গভঙ্গ-রদ আন্দোলন। ১৯০৫ খ্রিষ্টাব্দের আগস্ট মাসে পদত্যাগ করতে বাধ্য হন। দ্বিতীয় বারে ভারতের শাসনভার গ্রহণ করে মাত্র একবছরের মাথায় তিনি পদত্যাগ করেন। তাঁর গৃহীত ব্যবস্থাদি নিয়ে সৃষ্ট চরম বিতর্ক ছিল এ পদত্যাগের কারণ।

১৯২৫ খ্রিষ্টাব্দের ১৮ই নভেম্বর তিনি মৃত্যুবরণ করেন। তাঁর স্ত্রীর নাম মেরি ভিক্টরিয়া লেইটার।