কুসুম কুমারী
(১৮৭৬-১৯৪৮ খ্রিষ্টাব্দ)
ঊনবিংশ-বিংশ শতাব্দীর প্রখ্যাত মঞ্চ-অভিনেত্রী। তিনি অভিনয়, সঙ্গীত ও নৃত্যশিল্পী
ছিলেন। একই সাথে তিনি বহু নাটকে নৃত্য পরিচালনা করেছেন। তিনি মিনার্ভা মঞ্চের
সৃষ্টিলগ্ন থেকে ছিলেন। আলীবাবা গীতিনাট্যে মর্জিনার ভূমিকায় অসামান্য অভিনয় করেন।
সেই সাথে তিনি এই চরিত্রে নৃত্য ও সঙ্গীতে দর্শকদের মনজয় করতে সক্ষম হন।
গিরীশচন্দ্রের রচিত 'অভিশাপ' নাটকে নৃত্য পরিচালক হিসেবে প্রশংসিত হন। তাঁর
অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলো ছিল ভ্রমর, সরলা, ভ্রান্তি, প্রতাপাদিত্য।
মিনার্ভা ছাড়া তিনি গ্রান্ড, স্টার, কোহিনুর প্রভৃতি থিয়েটারের সাথে যুক্ত ছিলেন।
১৯০৪ খ্রিষ্টাব্দের দিকে
ডোয়ার্কিন এন্ড সন কোম্পানি রেকর্ড প্রকাশ করা শুরু করলে, তাঁর গান রেকর্ড করা
হয়েছিল।
সূত্র: