খ্রিষ্টীয় সপ্তদশ শতাব্দীর মিথিলার কবি।
মূল নাম লোচন ঝা। ১৬৮১
খ্রিষ্টাব্দে রাজা নরপতি ঠাকুরের আদেশক্রমে 'রাগতরঙ্গিনী' নামে একটি সঙ্গীত বিষয়ক
গ্রন্থ রচনা করে খ্যাতি লাভ করেন।
সূত্র:
রাগতরঙ্গিণী । ভাষান্তর ও সম্পাদনা রাজ্যেশ্বর মিত্র। নবপত্র প্রকাশন। ১৩৯১।