রাগ তরঙ্গিনী
খ্রিষ্টীয় সপ্তদশ শতাব্দীর মিথিলার কবি নাম লোচন ঝা কর্তৃক রচিত বিষয়ক গ্রন্থ।

মিথিলার রাজা নরপতি ঠাকুরের আদেশক্রমে ১৮৬১ খ্রিষ্টাব্দে লোচন শর্মা এই গ্রন্থটি রচনা করেছিলেন। গ্রন্থটি রচিত হয়েছিল তৎকালীন প্রচলিত মৈথিলি ভাষায়। তবে মাঝে মাঝে কিছু সংস্কৃত ভাষায় রচিত পাঠ যুক্ত হয়েছে। গ্রন্থটিতে মোগল শাসনামলে বিহার সুবার অন্তর্গত তীরহুত জনপদে প্রচলিত রাগভিত্তিক সঙ্গীত নিয়ে আলোচনা করা হয়েছে। উল্লেখ্য, তীরহুত জনপদ তৈরি হয়েছিল- বর্তমান ভারতের মুজাফ্ফরপুর, ভাগলপুর, দারভাঙা এবং মুঙ্গেরেরর কিছু অংশ নিয়ে।

এই গ্রন্থের রয়েছে পাঁচটি তরঙ্গে ভাগ করা হয়েছে। এগুলো হলো-
সূত্র:
রাগতরঙ্গিণী । লোচন শর্মা। ভাষান্তর ও সম্পাদনা রাজ্যেশ্বর মিত্র। নবপত্র প্রকাশন। ১৩৯১।