এই রাজ্যের জেলাগুলো হলো-আরারিয়া, অরোয়াল, ঔরঙ্গাবাদ, বাঁকা, বেগুসারাই,
ভোজপুর, বক্সার, দারভাঙ্গা, পূর্ব চম্পারণ, গয়া, গোপালগঞ্জ, জামুই, জাহানাবাদ, খগড়িয়া, কিষণগঞ্জ,
কৈমুর, কাটিহার, লখীসরাই, মধুবনি, মুঙ্গের, মাধেপুরা, মুজাফফরপুর, নালন্দা, নওয়াদা, পাটনা, পূর্ণিয়া, রোহতাস,
সহর্ষ, সমস্তিপুর,শিউহর, শেখপুর, সরন, সীতামঢ়ী, সুপাল, সিওয়ান, বৈশালী ও পশ্চিম চম্পারণ।
[বিহারের
জেলাসমূহের মানচিত্র]
,
হিন্দি রাজ্যের সরকারী ভাষা । মোট জনসংখ্যার ৩৯.৮৩% এ ভাষায় কথা বলে । উর্দু
রাজ্যের ১৫ টি জেলায় দ্বিতীয় সরকারী ভাষা ও উর্দুতে ০৮.৪২% মানুষ কথা বলে।
বাংলায় ০২.৫৭% মানুষ কথা বলে। রাজ্যের সংখ্যাগরিষ্ঠ মানুষ কোনো একটি আঞ্চলিক
বিহারী ভাষায় কথা বলে। যেগুলোকে আদমশুমারির সময় হিন্দির উপভাষা হিসাবে শ্রেণীবদ্ধ
করা হয়। এগুলির মধ্যে প্রধান হল ভোজপুরি (২৮ .৮৬% ), মৈথিলী (১২.৬৮%) এবং মাগধী
ভাষা (১০.৮৭%)। এছাড়া অঙ্গিকা এবং বাজজিকা ভাষায় কিছু মানুষ কথা বলে।
সূত্র :
http://www.wbgov.com/
http://www.mapsofindia.com/