ভারত

India
 

এশিয়া মহাদেশের একটি দেশ। সরকারি নাম ভারতীয় প্রজাতন্ত্র।


ভারতীয়
পৌরাণিক কাহিনি মতে ভারত নামটির উৎপত্তি চন্দ্রবংশীয় পৌরাণিক রাজা ভরত নামানুসারে।

 

প্রাচীন ফারসি ভাষা আধুনিক সিন্ধু নদকে বলা হতো  Hinduš । সংস্কৃতিতে এই শব্দটি 'সিন্ধু' হয়ে যায়। পারশ্যবাসীরা ভারতবর্ষকে বলতো হিন্দুস্থান (সিন্ধুতীরবর্তী অঞ্চল)। সম্ভবত পারশ্য থেকে গ্রিক ভাষায় প্রবেশ করেছিল এই শব্দটি। প্রাচীন গ্রিক ভাষায় Indoi (Ινδοί) শব্দের অর্থ ছিল ভারতীয়। ভারতের ইংরেজি নাম India শব্দটি গৃহীত হয়েছিল গ্রিক ভাষা থেকে।
 

ভৌগোলিক অবস্থান: ভারতের পশ্চিম সীমান্তে পাকিস্তান, উত্তর-পূর্বে চীন, নেপাল ও ভুটান এবং পূর্বে বাংলাদেশ, মায়ানমার ও মালয়েশিয়া অবস্থিত। এছাড়া ভারত মহাসাগরে অবস্থিত শ্রীলঙ্কা, মালদ্বীপ ও ইন্দোনেশিয়া ভারতের নিকটবর্তী কয়েকটি দ্বীপরাষ্ট্র। দক্ষিণে ভারত মহাসাগর, পশ্চিমে আরব সাগর ও পূর্বে বঙ্গোপসাগর দ্বারা বেষ্টিত ভারতের উপকূলরেখার সম্মিলিত দৈর্ঘ্য ৭,৫১৭ কিলোমিটার (৪,৬৭১ মাইল)।

 

ভূপ্রাকৃতিক বিভাজন: ভূপ্রকৃতি অনুসারে ভারতকে দুটি ভাগে ভাগ করা হয়। এই ভাগ দুটি হলো-

 মূলত বিন্ধ্য পর্বতমালা উত্তর থেকে দক্ষিণ ভারতকে বিভাজিত করেছে। তাই বিন্ধ্যাপর্বতকে আর্যাবর্ত ও দাক্ষিণ্যত্যের বিভাজক হিসেবে বিবেচনা করা হয়। এ ছাড়া নর্মদাকে বিভাজক নদী হিসেবে বিবেচনা করা হয়।

 

ভৌগোলিক স্থানাঙ্ক : ২৮°৩৬.৮৫উত্তর ৭৭°১২.৫ পূর্ব।

 

ভৌগোলিক আয়তন : ৩২,৮৭,২৬৩ বর্গ কিলোমিটার। ১২,৬৯,২১৯ বর্গমাইল।

ভৌগোলিক আয়তনের বিচারে এটি দক্ষিণ এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের সপ্তম বৃহত্তম রাষ্ট্র।

জনসংখ্যা : ১২১,০১, ৯৩,৪২২। জনসংখ্যার বিচারে ভারত বিশ্বের দ্বিতীয় সর্বাধিক জনবহুল রাষ্ট্র এবং বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র।

 

ভারতে নদী: গঙ্গা, নর্মদা, যমুনা

ভারতের জাতীয় পাখি : ময়ূর

ভারতের প্রশাসনিক বিভাজন
ভারত মোট ২৭টি রাজ্য ও সাতটি কেন্দ্রশাসিত অঞ্চলবিশিষ্ট একটি যুক্তরাষ্ট্রীয় সাধারণতন্ত্র। ভারতে প্রত্যেক রাজ্যে নির্বাচিত রাজ্য সরকার অধিষ্ঠিত রয়েছে। নির্বাচিত সরকার রয়েছে কেন্দ্রশাসিত অঞ্চল পণ্ডিচেরি ও দিল্লিতেও। অপর ৮টি কেন্দ্রশাসিত অঞ্চল রাষ্ট্রপতির প্রত্যক্ষ শাসনাধীন; এই অঞ্চলগুলিতে কেন্দ্রীয় সরকার প্রশাসক নিয়োগ করে থাকেন। ১৯৫৬ খ্রিষ্টাব্দ রাজ্য পুনর্গঠন আইন বলে ভাষার ভিত্তিতে রাজ্যগুলি স্থাপিত হয়। তারপর থেকে এই কাঠামোটি মোটামুটি অপরিবর্তিত রয়েছে।

ভারতের রাজ্য অঞ্চলের তালিকা
১. অন্ধ্রপ্রদেশ
২. অরুণাচল প্রদেশ
৩. আসাম
৪.উড়িষ্যা
৫. উত্তর প্রদেশ
৬.উত্তরাখণ্ড
৭.কর্ণাটক
৮.কেরালা

৯.গুজরাট
১০.গোয়া
১১. ছত্তীসগঢ়
১২. ঝাড়খণ্ড
১৩. তামিলনাড়ু
১৪. ত্রিপুরা
১৫.নাগাল্যান্ড
১৬. পশ্চিমবঙ্গ
১৭. পাঞ্জাব
১৮. বিহার
১৯. মণিপুর
২০.মধ্যপ্রদেশ
২১.মহারাষ্ট্র
২২. মিজোরাম
২৩. মেঘালয়
২৪.রাজস্থান
২৫. সিকিম
২৬.হরিয়ানা
২৭. হিমাচল প্রদেশ

ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল
১. আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
২. চণ্ডীগড়
৩. দাদরা ও নগর হাভেলি
৪. দমন ও দিউ
৫. লাক্ষাদ্বীপ
৬. পন্ডিচেরী
৭. দিল্লি জাতীয় রাজধানী অঞ্চল
৮. জম্মু ও কাশ্মীর