ভুটান

জাতীয় পতাকা জাতীয় প্রতীক

 

 

 

 

 

 

এশিয় মহাদেশের একটি দেশ।

সাধারণ পরিচিতি মূলক নাম ভুটান
(Bhutan)। স্থানীয় নাম ড্রুক গিয়ালখাপ, সংক্ষেপে ড্রুক ইয়ুল। এছাড়া বজ্র ড্রাগনের দেশ নামেও পরিচিত। ঐতিহাসিক ভাবে এই দেশটি লো মন (দক্ষিণের অন্ধকারাচ্ছন্ন দেশ), লো সেনডেঞ্জং (দক্ষিণের চন্দন কাঠের দেশ), বা লো মেন জং (দক্ষিণের ঔষধি হার্ব-এর দেশ) ইত্যাদি নামে চিহ্নিত হতো।

আয়তন ও ভৌগলিক অবস্থানঃ
আয়তন ৪৬,৫০০/৩৮,৩৯৪ বর্গকিমি ভৌগলিক অবস্থান ২৭.৩০ ডিগ্রি উত্তর, ৯০.৩০ ডিগ্রি পূর্ব দক্ষিণ এশিয়ার এই দেশটির উত্তর এবং উত্তর-পূর্বে
চীন এবং দক্ষিণ, পশ্চিম ও পূর্ব পাশে ভারত দ্বারা ভারত।  চীনের সাথে ভুটানের প্রায় ৪৭০ কিমি এবং ভারতের সাথে প্রায় ৬০৫কিমি সীমানা রয়েছে দেশটই ভূ-আবদ্ধ এবং কোন সমুদ্রসীমা নেই।

দাপ্তরিক নাম : ভুটান রাজতন্ত্র (Kingdom of Bhutan)
সরকার পদ্ধতি : নিয়মতান্ত্রিক রাজতন্ত্র (
constitutional monarchy)।
রাজধানী : থিম্পু।
সর্বোচ্চ আদালত :
সুপ্রিম কোর্ট।
জাতীয়তা :
ভুটানিজ

জনসংখ্যা :
২০১২ খ্রিষ্টাব্দের হিসাব অনুযায়ী দেশটির মোট জনসংখ্যা ৭,১৬,৮৯৬
ভাষাভিত্তিক জনসংখ্যা :
জনসংখ্যার ৫০% ভুটিয়া, ৩৫% নেপালি এবং বাকী ১৫% বিভিন্ন ক্ষুদ্র-নৃগোষ্ঠী।
ভাষা :
দংখ্যা ২৪%, সার্ছোপকা ২৮%, লটসামখা ২২% এবং অন্যান্ন ২৬%।
শিক্ষার হার :
 শতকরা ৪৭ জন শিক্ষিত (লিখতে বা পড়তে পারে) যাদের সর্বনিম্ন বয়স ১৫ বছর।
ধর্ম :
বৌদ্ধ লামা ৭৫% এবং ভারতীয় ও নেপালি হিন্দু ২৫%।

মুদ্রা ও অর্থনীতিঃ    ভুটানের মুদ্রার নাম গুলট্রাম ক্রয় ক্ষমতার মূল্যায়নে ভুটানের অর্থনীতি পৃথিবীর ১০৮তম এবং বাৎসরিক জিডিপি অনুযায়ী ১২০তম। ভুটানের অর্থনীতির মূলভীত্তি কৃষি, বনায়ন, জলবিদ্যুত (ভারতের কাছে রপ্তানি করে) এবং ক্রমবর্ধমান পর্যটন শিল্প।

টেলিফোন দেশ কোডঃ +৯৭৫
ইন্টারনেট কোডঃ .bt
স্থানীয় সময়ঃ  আন্তর্জাতিক সময়ের সাথে (গ্রিনউইচ সময় মান) ৬ ঘন্টা যোগ করলে ভুটান-এর স্থানীয় সময় পাওয়া যায়।

জাতীয় সঙ্গীতঃ  'ড্রুক সেনধেন'  কথা -গ্যালদুন দাসো থিনলে দর্জি, সুর – আকু তংমি । গানটি ১৯৫৩ খ্রিষ্টাব্দে জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করা হয়েছে।

জাতীয় দিবসঃ  ১৭ ডিসেম্বর, ১৯০৭। এই দিন ভুটানের প্রথম রাজা উগেয়েন ওয়াংচুক পুনাখা দজং-এ রাজ সিংহাসনে আরোহন করেন।
জাতীয় পশুঃ  তাকিন (Burdorcas taxicolor)
জাতীয় পাখিঃ
 দাঁড়কাক (Corvus Corax Tibetanus).
জাতীয় ফুলঃ  হিমালয়ের নীল পপি  (Meconopsis horridula)
জাতীয় বৃক্ষঃ
সাইপ্রাস (Cupressus torolusa)

জাতীয় খেলাঃ  তীরনিক্ষেপ ।
প্রাকৃতিক সম্পদঃ  কাঠ, জিপসাম, ক্যালসিয়াম কার্বনেট (চুন)
কৃষি সম্পদঃ  চাল, ভুট্টা, ডিম, দুগ্ধ জাত পণ্য, বিভিন্ন মূলজ উদ্ভিদ, কমলা।

ভূ-প্রকৃতি ও জলবায়ুঃ  উত্তরের বেশীরভাগ পাহাড়চূড়াগুলোর উচ্চতা সমুদ্র সমতল থেকে ৭,০০০ মিটারের বেশি। ৭,৫৫৩ মিটার উচ্চতা বিশিষ্ট কুলা কাঙ্গরি-কে সর্ব্বোচ্চশৃঙ্গ ধরা হয় আল্পস উপত্যকার নদীগুলো বরফ গলা জল থেকে উৎপন্ন ভুটানের মধ্যভাগের কালো পাহাড়চূড়োগুলোর উচ্চতা সমুদ্র সমতল থেকে ১,৫০০-২,৭০০ মিটার।  দক্ষিণে ঘন বনাবৃত শিওয়ালিক পাহাড়,  পলিময় নিম্নভূমি ও নদী উপত্যকা এবং প্রায় ১,৫০০মিটার উঁচু পাহাড় রয়েছে।  সমুদ্রসমতল থেকে সর্বনিম্ন স্থানের উচ্চতা ৯৭ মিটার (দ্রাঙ্গেমে ছু )।

ভুটানের আবহাওয়া উচ্চতার সাথে পরিবর্তিত হয়। দক্ষিণ সমতলভূমি গ্রীষ্মমণ্ডলীয়। মধ্য উপত্যকায় শীতকালে ঠাণ্ডাং এবং গ্রীষ্মে গরম অনুভূত হয়। উত্তরে হিমালয়ের দিকে শীতকালে প্রচণ্ড ঠাণ্ডা এবং গ্রীষ্মেও ঠাণ্ডা আবহাওয়া থাকে। এই অঞ্চলে প্রায় সারা বছরই তুষারপাত হয়।  দেশটির প্রায় পুরোটাই পাহাড় আবৃত। কিছু উর্বর উপত্যকা রয়েছে। উত্তরাঞ্চলে বরফাবৃত পাহাড়চূড়া থাকায় আবহাওয়া প্রচণ্ড ঠাণ্ডা থাকে। ভুটানে ৫টি ঋতু রয়েছে
গ্রীষ্ম, বর্ষা, শরত, শীত এবং বসন্ত।

নদ-নদী : অপেক্ষাকৃত নিচু পাহাড়ে নদীগুলো বেশ গভীর এবং খরস্রোতা
ভুটানের প্রধান নদী তর্সা, রাইডাক, সঙ্কোস এবং মানস এই অঞ্চল দিয়েই প্রবাহিত হয়েছে।  

সড়ক ও রেলপথঃ বন্ধুর পাহাড়ি এলাকার কারণে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন বেশ কঠিন এবং ব্যয়বহুল। বর্তমানে ভুটানে কোনো রেলপথ নেই।


সূত্রঃ
http://www.bhutannica.org/index.php?title=Main_Page
http://www.bbc.co.uk/news/world-south-asia-12480707
http://bhutan.saarctourism.org/bhutan-tourist-attractions.html