মধ্যপ্রদেশ

ইংরেজি: Madhya Pradesh
 

ভৌগোলিক স্থানাঙ্ক : ২৩°১৭ উত্তর ৭৭°২১ পূর্ব

ভারত প্রজাতন্ত্রের একটি প্রদেশ। এর উত্তরে উত্তরা খণ্ড, উত্তর-পশ্চিমে রাজস্থান, পশ্চিমে গুজরাট, দক্ষিণে  মহারাষ্ট্র ও ছত্তিসগড়, পূর্বে ছত্তিসগড়। এর আয়তন ৩,০৮,২৪৫ বর্গকিলোমিটার (১,১৯,০১৪ বর্গমাইল)। এর রাজধানী ভোপাল। ২০১১ খ্রিষ্টাব্দের হিসাব অনুসারে এই প্রদেশের জনসংখ্যা ৭,২৫,৮৭,৬৫৬।

১৯৫৬ খ্রিষ্টাব্দের ১লা নভেম্বর, এই প্রদেশটি তৈরি হয়। ২০০০ খ্রিষ্টাব্দ এই প্রদেশ থেকে ছত্তিশগড়কে পৃথক করে নতুন প্রদেশ তৈরি করা হয়েছে।

 

মহারাষ্ট্র প্রদেশটি ১০টি বিভাগে বিভাজিত। জেলার সংখ্যা ৫ এই জেলাগুলোর তালিকা নিচে দেওয়া হলো-

 

সংখ্যা  জেলার নাম  জেলা সদর আয়তন
বর্গ.কিমি
অনুপপুর অনুপপুর ৩,৭৪৭
অশোকনগর অশোকনগর ৪,৬৭৪
আগর মাল্বা আগর ২,৭৮৫
আলিরাজপুর আলিরাজপুর ৩,১৮২
ইন্দোর ইন্দোর ৩,৮৯৮
উজ্জয়িনী উজ্জয়িনী ৬,০৯১
উমারিয়া উমারিয়া ৪,০৬২
কাতনি কাতনি ৪,৯৪৭
খরগোন (পশ্চিম নিমার) খরগোন ৮,০১০
‌১০ খাণ্ডব (পূর্ব নিমার) খাণ্ডব ৭,৩৪৯
১১ গুনা গুনা ৬,৪৮৫
১২ গোয়ালিয়র গোয়ালিয়র ৫,৪৬৫
১৩ ছত্তরপুর ছত্তরপুর ৮,৬৮৭
১৪ ছিন্দওয়ারা ছিন্দওয়ারা ১১,৮১৫
১৫ জবলপুর জবলপুর ৫,২১০
১৬ ঝাবুওয়া ঝাবুওয়া ৬,৭৮২
১৭ তিকমগড় তিকমগড় ৫,০৫৫
১৮ দাতিয়া দাতিয়া ২,৬৯৪
১৯ দামোহ দামোহ ৭,৩০৬
২০ দিন্দোরী দিন্দোরী ৭,৪২৭
২১ দেওয়াস দেওয়াস ৭,০২০
২২ ধর ধর ৮,১৫৩
২৩ নরসিংপুর নরসিংপুর ৫,১৩৩
২৪ নিওয়ারি নিওয়ারি ?
২৫ নিমুচ নিমুচ ৪,২৬৭
২৬ পান্না পান্না ৭,১৩৫
২৭ বারওয়ানি বারওয়ানি ৫,৪৩২
২৮ বালাঘাট বালাঘাট ৯,২২৯
২৯ বিদিশা বিদিশা ৭,৩৬২
৩০ বুরহানপুর বুরহানপুর ৩,৪২৭
৩১ বেতুল বেতুল ১০,০৪৩
৩২ ভিন্দ ভিন্দ ৪,৪৫৯
৩৩ ভোপাল ভোপাল ২,৭৭২
৩৪ মন্ডলা মন্ডলা ৫,৮০৫
৩৫ মান্দসৌর মান্দসৌর ৫,৫৩০
৩৬ মোরেনা মোরেনা ৪,৯৯১
৩৭ রতলম রতলম ৪,৮৬১
৩৮ রাজগড় রাজগড় ৬,১৪৩
৩৯ রায়সেন রায়সেন ৮,৪৬৬
৪০ রেওয়া রেওয়া ৬,৩১৪
৪১ শাজাপুর শাজাপুর ৬,১৯৬
৪২ শাহদোল শাহদোল ৬,২০৫
৪৩ শিবপুরি শিবপুরি ১০,২৯০
৪৪ শেওপুর শেওপুর ৬,৫৮৫
৪৫ সগর সগর ১০,২৫২
৪৬ সাতনা সাতনা ৭,৫০২
৪৭ সিংরোলি ওয়াইধান ৫,৬৭২
৪৮ সিধি সিধি ১০,৫২০
৪৯ সেওনি সেওনি ৮,৭৫৮
৫০ সেহোর সেহোর ৬,৫৭৮
৫১ হরদা হরদা ৩,৩৩৯
৫২ হোশঙ্গাবাদ হোশঙ্গাবাদ ৬,৬৯৮