পদ্মা নদী
বাংলাদেশের
একটি অন্যতম নদী।
ভারতের
মুর্শিদাবাদ জেলার
ধুলিয়ান শহরের নিকটে
গঙ্গার মূল স্রোতধারা রাজশাহী জেলার দক্ষিণ দিয়ে পদ্মা নামে প্রবাহিত হয়ে
বাংলাদেশে প্রবেশ করেছে।
রাজশাহী
জেলার
গোদাগাড়ির
কাছে মহানন্দা নদী
এই নদীর সাথে মিলিত হয়েছে। এরপর এই নদী
পাবনা জেলার দক্ষিণ-পূর্ব কোণে যমুনা নদীর সাথে মিলিত হয়ে-
পদ্মা
নদী
নামে দক্ষিণ-পূর্ব দিকে
প্রবাহিত হয়েছে।
এই স্রোতধারাটি চাঁদপুরের কাছে এসে মেঘনা নদীর সাথে মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করে
বঙ্গোপসাগরে
পতিত হয়েছে।
গঙ্গা থেকে বিভাজিত
অংশ থেকে মেঘনার সাথে মিলিত হওয়ার স্থান পর্যন্ত নদীটির মোট দৈর্ঘ্য প্রায়
প্রায় ৩৬৬ কিলোমিটার।
বাংলাদেশে পদ্মা বিধৌত অঞ্চলের আয়তন প্রায় ৩৪,১৮৮
বর্গকিলোমিটার।
এই নদীর শাখানদীগুলি হলো–
কুমার,
মাথাভাঙা,
ভৈরব,
গড়াই,
মধুমতী,
আড়িয়াল খাঁ ইত্যাদি।
এই নদীটি তীব্র স্রোতধারাটির রুদ্র মূর্তির কারণে একসময় প্রমত্তা নামে অভিহিত হতো।
১৯৭৫ খ্রিষ্টাব্দে ফারাক্কা বাঁধের কারণে এটি একটি শীর্ণ
নদীতে
পরিণত হয়েছে।