রাজা মানসিংহ তোমর
১৪৮৬-১৫১৬ খ্রিষ্টাব্দ।
গোয়ালিয়রের রাজা, সঙ্গীতজ্ঞ

১৪৮৬ খ্রিষ্টাব্দে রাজত্ব লাভ করেন। এই সময় দিল্লির সিংহাসনে ছিলেন বহুলুল্ লোদী। ১৪৫১ খ্রিষ্টাব্দে তাঁর সিংহাসন লাভের সময় জৌনপুরের শাসক মাহমুদ শাহ দিল্লি আক্রমণ করেছিল। এই যুদ্ধে মাহমুদ শাহ পরাজিত হয়ে ফিরে আসেন। মামুদ শাহের মৃত্যুর পরে তাঁর পুত্র ও পৌত্রের আমলেও দিল্লির সাথে জৌনপুরের বিরোধ ও সংঘাত অব্যাহত থাকে। শেষ পর্যন্ত ১৪৮৬ খ্রিষ্টাব্দে হুসেন শাহ শার্কীকে বিতাড়িত করে বহুলুল জৌনপুর দখল করতে সক্ষম হন। এরপর হুসেন শাহ শার্কী রাজা মানসিংহ তোমরের কাছে আশ্রয় নেন। এরপর হুসেন শাহকে আশ্রয় দেওয়ার কারণে বহুলুল্ লোদী গোয়ালিয়র আক্রমণ করেন। উভয় পক্ষের যুদ্ধের শেষে মানসিংহ পরাজয় মেনে নেন এবং প্রচুর অর্থ সম্পদ প্রদানের মাধ্যমে সন্ধি হয়।

এরপর ১৫১৬ সিকান্দার লৌদীর সাথে মানসিংহ তোমরের যুদ্ধ হয়। এই যুদ্ধে মানসিংহ পরাজিত ও নিহত হন।

রাজা মানসিংহ তোমরের রাজত্বকাল ছিল প্রায় ৩০ বছর। এই রাজত্বকালের খুব অল্প সময়ই স্বস্তিতে ছিলেন। রাজ্যের অভ্যন্তরীণ সমস্যা এবং দিল্লীর লোদী রাজবংশের শাসকদের কারণে তাঁকে ব্যস্ত থাকতে হয়েছে। তারপরেও ভারতের বহু সুলতান ও রাজাদের মধ্যে অনন্য স্থান অধিকার করে আছেন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে অসামান্য অবদান রাখার জন্য।