মূরারি গুপ্ত
বৈষ্ণব সাধক এবং পদকর্তা।
তাঁর জন্মকাল যথার্থ জানা যায় না। ধারণা করা হয়, বয়সে তিনি
শ্রীচৈতন্য (১৪৮৬
-১৫৩৩ খ্রিষ্টাব্দ) কিছু বড় ছিলেন। তিনি গঙ্গাদাস পণ্ডিতের টোলে
শ্রীচৈতন্যের সহপাঠী
ছিলেন। পরে
শ্রীচৈতন্যের ভক্তে
পরিণত হন। তিনি সংস্কৃত ভাষায় রচনা করেছিলেন 'শ্রীকৃষ্ণচৈতন্যচরিতামৃতম্' নামক
গ্রন্থ। ১৫৩৩ খ্রিষ্টাব্দে
শ্রীচৈতন্যের
তিরোধানের পর, তিনি এই রচনায় হাত দিয়েছিলেন। আর শেষ করেছিলেন ১৫৪০ খ্রিষ্টাব্দের
ভিতরে।
এছাড়া কিছু উৎকৃষ্ট বৈষ্ণবপদ রচনা করেছিলেন।
সূত্র: