নারায়ণ দেব
মধ্যযুগীয় মনসামঙ্গলের কবি। তাঁর জন্ম-মৃত্যু কাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। তাঁর আত্ম-বিবরণী থেকে  জানা যায় যে, তিনি রাঢ় অঞ্চল থেকে ময়মনসিংহের বোর গ্রামে বাস করা শুরু করেন।

১৪৫০ থেকে ১৪৮৪ খ্রিষ্টাব্দের ভিতরে তিনি সংস্কৃত পৌরাণিক কাহিনি অবলম্বনে বাংলায় পদ্মপুরাণ রচনা করেন। এই কাব্যে তিনি চাঁদ সওদাগর ও দেবী মনসার বিষয় বিস্তারিত বর্ণনা করেন। তাঁর রচিত মনসামঙ্গল সিলেট ও আসাম অঞ্চলে ব্যাপক পরিচিত লাভ করেছিল। পরে এই কাব্য অহমিয়া ভাষায় রূপান্তরিত হয়েছে ভিন্নতর আঙ্গিকে।


সূত্র: