নিত্যানন্দ বৈরাগী
(১৭৫১-১৮২১ খ্রিষ্টাব্দ)
প্রখ্যাত কবিয়াল। নিতাই বৈরাগী নামে বেশি পরিচিত ছিলেন।
১৭৫১ খ্রিষ্টাব্দে হুগলী জেলার চন্দন নগরে জন্মগ্রহণ করেন। প্রথম জীবনে তিনি
ডুগডুগি বাজিয়ে গান গেয়ে ভিক্ষা করতেন। পরে তিনি একটি কবি গানের দল
তৈরি করেন। তাঁর দলের নাম ছিল 'নিতে বৈরাগীর দল'। কথিত আছে, এই দলের জন্য
গান লিখে দিতেন গৌর কবিরাজ ও নবাই ঠাকুর। এর পাশাপাশি তিনি নিজেও গান রচনা করতেন। কবিগানে তাঁর প্রধান
প্রতিদ্বন্দ্বী ছিলেন
ভবানী বণিক। কবি গান ছাড়াও তিনি বেশকিছু প্রণয় সঙ্গীত রচনা
করেছিলেন। দুর্গাদাস লাহিড়ি সম্পাদিত 'বাঙালির গান' গ্রন্থে এঁর ২৪টি গান
পাওয়া যায়।
১৮২১ খ্রিষ্টাব্দে পূজার সময় তিনি কাশিমবাজার রাজদরবারের গানের আসরে যোগদান করেন।
পরে রোগাক্রান্ত হয়ে সেখানেই মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর তাঁর তিন পুত্র
জগৎচন্দ্র, রামচন্দ্র এবং প্রেমচন্দ্র কবির দল গঠন করেছিলেন। তবে তাঁরা কেউ পিতার
মতো খ্যাতি অর্জন করতে সক্ষম হন নি।
তিনি চুঁচুড়ায় একটি আখড়া এবং চন্দননগরে একটি মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। সেকালে এই
মন্দিরে জাঁকজমকের সাথে পূজা হতো। তাঁর শিষ্য ছিলেন রামানন্দ নন্দী।
সূত্র:
চন্দননগরের কথক, কবিওয়ালা ও যাত্রা। শ্রী হরিহর শেঠ। [প্রবাসী, মাঘ ১৩৩১। পৃষ্ঠা: ৫০৮-৫০৯]
বাঙালির গান। দুর্গাদাস লাহিড়ি সম্পাদিত। পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি, এপ্রিল ২০০১। পৃষ্ঠা: ১৮৩-১৮৫।