ভবানী বণিক
অষ্টাদশ শতাব্দীর কবিয়াল।

তাঁর জন্মস্থান ছিল বর্ধমান জেলার সাতগেছে গ্রামে। ভবানী বেনে নামেই সর্বাধিক পরিচিত ছিলেন।

পেশায় তিনি ছিলেন গন্ধবণিক। ব্যবসায়িক কারণে তিনি কলকাতায় বাস করতেন। তিনি ছিলেন স্বভাবকবি। মুখে মুখে গান রচনা করার গুণে তাঁর নাম ছড়িয়ে পড়ে। এই সূত্রে তিনি একটি কবির দল গঠন করেন। কবিগানে তাঁর অন্যতম প্রতিপক্ষ ছিলেন নিত্যানন্দ বৈরাগী বা নিতাই বৈরাগী। কবি গান ছাড়াও তিনি বেশকিছু কৃষ্ণবিষয়ক ও শ্যামা-বিষয়ক গান রচনা করেছিলেন। এর বাইরে তিনি বহু সখীসংবাদ ও নানা ধরনের ভক্তিগীতি রচনা করেছিলেন। দুর্গাদাস লাহিড়ি সম্পাদিত 'বাঙালির গান' গ্রন্থে এঁর ৪টি গান পাওয়া যায়।