নন্দী বর্মণ (তৃতীয়)
(রাজত্বকাল ৮৪০-৮৬৫ খ্রিষ্টাব্দ)
পল্লব রাজবংশ রাজবংশের রাজা।

৮৪০ খ্রিষ্টাব্দে ন্তি বর্মণ-এর মৃত্যুর পর সিংহাসন লাভ করেন নন্দী বর্মণ (তৃতীয়)। রাজ্য লাভের পর তিনি রাজ্যের কিছু অংশ পুনরুদ্ধার করেন। কিন্তু শেষ পর্যন্ত পাণ্ড্য রাজার কাছে পরাজিত হয়ে, পুনরায় রাজ্যের বিশাল অংশ হারান।
৮৫৬ খ্রিষ্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুর পর সিংহাসন লাভ করেন অপরাজিত বর্মণ।

সূত্র:

  • ভারত ইতিহাস পরিক্রমা/অধ্যাপক প্রভাতাংশু মাইতি। শ্রীধর প্রকাশনী, কলকাতা। আগষ্ট ১৯৯৪।
  • ভারতের ইতিহাস/অতুলচন্দ্র রায়, প্রণব কুমার চট্টোপাধ্যায়।