রাসু রায় ও নৃ-সিংহ রায়
কবিয়াল।

এঁরা ছিলেন সহোদর।  হুগলী জেলার গোন্দলপাড়ার এঁরা জন্মগ্রহণ করেছিলেন। এঁদের ভিতরে রাসু রায় জন্মগ্রহণ করেছিলেন ১৭৩৪ খ্রিষ্টাব্দে। আর নৃসিংহ রায় জন্মগ্রহণ করেন ১৭৩৮ খ্রিষ্টাব্দে। এঁদের পিতা  আনন্দনাথ রায় ফরাসি সরকারের সামরিক বিভাগের মুহুরির ছিলেন।

উভয় ভাইয়ের হাতেখড়ি হয়েছিল স্থানীয় একটি পাঠশালায়। পরে মামা বাড়ি গিয়ে চুঁচুড়া মিশনারি বাংলা স্কুলে ভর্তি হন। লেখাপড়ায় অমনোযোগী হওয়ায়, মামা তাঁদেরকে চন্দন নগরে পিতার কাছে পাঠিয়ে দেন। এর কিছুদিন পর এঁদের পিতা মৃত্যুবরণ করলে, উভয়ই অভিভাবকহীন হয়ে উচ্ছৃঙ্খল জীবন-যাপন শুরু করেন। এই সময় বিভিন্ন আসরে গান শুনতে শুনতে কবি গানে আসক্ত হয়ে পড়েন। এই সূত্রে এঁরা গান রচনায় হাত দেন। এরপর এঁরা
রঘুনাথ দাস কাছে তালিম নেওয়া শুরু করেন। এই সূত্রে এঁরা রঘুনাথ দাস-এর কবির গানের দলে গান করা শুরু করেন। উল্লেখ্য রঘুনাথ দাস ছিলেন দাঁড়াকবি গানের জনক। ফলে উভয়ই এই গুরুর কাছে দাঁড়াকবি গানের তালিম নেন। কিছুকাল শিক্ষালাভের পর এঁরা রঘুনাথ দাস-এর দল ত্যাগ করে নিজেরাই একটি কবির দল গঠন করেন। কিছুদিন স্থানীয় আসরে কবিগান পরিবেশন করার পর, তাঁরা কলকাতায় চলে আসেন। কালক্রমে উভয়ে সেকালের বিখ্যাত কবিয়াল হিসেবে পরিচিতি লাভ করেন।

রাসু এবং নৃসিংহের গানকে পৃথকভাবে শনাক্ত করা যায় না।
দুর্গাদাস লাহিড়ি সম্পাদিত বাঙালির গান গ্রন্থে উভয়ের নামে ৬টি কবিগানের নমুনা পাওয়া যায়।

১৮০৭ খ্রিষ্টাব্দে রাসু রায় এবং ১৮০৯ খ্রিষ্টাব্দে নৃসিংহ মৃত্যুবর্ণ করেন।


সূত্র: