রঘুনাথ দাস
১৭২৫-
১৭৯০ খ্রিষ্টাব্দ।
গীতিকার ও সঙ্গীতশিক্ষক

১৭২৫ খ্রিষ্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন।
অনেকের মতে ইনি তাঁতী-কুলে জন্মগ্রহণ করেছিলেন। আবার কেউ কেউ মনে করেন তিনি জাতিতে কর্মকার ছিলেন। তিনি বাস করতেন কলকাতার উপকণ্ঠের কোনো এক পল্লীতে।

তিনি আদি কবিয়াল
গোঁজলা গুই-এর শিষ্য ছিলেন। রঘুনাথ দাসের একনিষ্ঠ শিষ্য ছিলেন হরুঠাকুর। প্রথম দিকে তিনি হরুঠাকুর-এর গানগুলো সংশোধন করে দিতেন। কৃতজ্ঞতা স্বরূপ হরুঠাকুর এই গানগুলোর ভণিতায় গুরুর নাম হিসেবে 'রঘু', 'দাস রঘুনাথ' নাম ব্যবহার করেছেন। ফলে তাঁর লিখিত গানের কোনটি সম্পূর্ণ তাঁর আর কোনটি হরুঠাকুর-এর গানের সংস্কার তা বুঝা যায় না।  দুর্গাদাস লাহিড়ি সম্পাদিত বাঙালির গান গ্রন্থে উভয়ের নামে ৬টি কবিগানের নমুনা পাওয়া যায়।

যতদূর জানা যায়, রঘুনাথ দাস কবিগানকে শাস্ত্রীয় গানের আদর্শে সাজানোর চেষ্টা করেছিলেন। কবি গানের এই বিশেষ বিন্যাসকে বলা হয়ে থাকে দাঁড়া কবি গান। এই বিন্যাসের অধ্যায়গুলোর নাম ছিল চিতেন, পরচিতেন, ফুকা, মেল্‌তা, মহড়া, শওয়ারী, খাদ ও অন্তরা। রঘুনাথ নাথের অপর দুই শিষ্য রাসু এবং নৃসিংহ কবিগানে সুখ্যাতি লাভ করেছিলেন। এঁরা এই দাঁড়কবি গানকে জনপ্রিয় করে তুলেছিলেন।

১৭৯০ খ্রিষ্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন।