প্রফুল্ল চাকী
(১৮৮৮-১৯০৮ খ্রিষ্টাব্দ)
ব্রিটিশ ভারতের ব্রিটিশ বিরোধী আন্দোলনের বিপ্লবী।
১৮৮৮ খ্রিষ্টাব্দের ১০ই ডিসেম্বর তৎকালীন ব্রিটিশ ভারতের বেঙ্গল
প্রেসিডেন্সির অন্তর্গত বগুড়া জেলার বিহার গ্রামে জন্মগ্রহণ করেন।
১৯০৭ খ্রিষ্টাব্দের
দিকে কলকাতাস্থ মানিকতলায় মুরারীপুকুরে
বারীনকুমার
ঘোষের বাগান বাড়িতে একটি সশস্ত্র বিপ্লবী দলটি গঠিত
হয়েছিল। এই দলটি পরবর্তী সময়ে 'যুগান্তর বিপ্লবী দল' নামে পরিচিতি লাভ করে।
এই দলের পক্ষ থেকে
'কিংসফোর্ড'কে হত্যা করার সিদ্ধান্ত নেয়।
নিরাপত্তার
কারণে
কিংসফোর্ডকে
বিহারের
মজফফরপুরে
বদলি
করা
হয়।
ফলে
কিংসফোর্ড'কে
হত্যা
করার দায়িত্ব পড়ে
প্রফুল্ল চাকী ও ক্ষুদিরাম বসুর
উপর।
১৯০৮ সালের ৩০শে এপ্রিল রাত ৮টার সময় ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকী রাতের অন্ধকারে, স্থানীয় ইউরোপীয় ক্লাবের গেটের কাছে একটি গাছের আড়াল থেকে কিংসফোর্ডের গাড়ি ভেবে, একটি ঘোড়ার গাড়িতে বোমা নিক্ষেপ করে। এর ফলে এই গাড়িতে বসা নিরপরাধ মিসেস কেনেডি ও তার কন্যা মৃত্যুবরণ করেন। বিষয়টি জানাজানি হয়ে গেলে, পুলিশ সমগ্র অঞ্চল জুড়ে তল্লাসি চালাতে থাকে। ক্ষুদিরাম বসু হত্যাকাণ্ডের স্থল থেকে প্রায় ২৫ মাইল দূরে ওয়েইনি ১লা মে স্টেশনে ধরা পড়েন। এই সময় প্রফুল্ল চাকীকে ধরার চেষ্টা করা হলে, তিনি নিজের রিভলবারের গুলিতে আত্মঘাতী হন।
সূত্র: