রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়
১. প্রাচীন বাংলা সাহিত্যে হিন্দু-মুসলমান: এটি তাঁর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গবেষণা গ্রন্থ। মধ্যযুগের বাংলা সাহিত্য এবং সেখানে হিন্দু ও মুসলিম সংস্কৃতির মিলন ও প্রভাব নিয়ে তিনি এই বইটিতে বিস্তারিত আলোচনা করেছেন। বর্তমানে এটি নতুন আঙ্গিকে 'খড়ি প্রকাশনী' থেকে প্রকাশিত হয়েছে।
২. বিষ্ণুপুরের ইতিহাস ও সংস্কৃতি: তিনি তাঁর জন্মস্থান এবং সংগীতের পীঠস্থান বাঁকুড়ার বিষ্ণুপুরের ইতিহাস, স্থাপত্য এবং সেখানকার সাংস্কৃতিক বিবর্তন নিয়ে একটি আকর গ্রন্থ রচনা করেন।
৩. অতুলপ্রসাদের গানের স্বরলিপি: অতুলপ্রসাদ সেনের গানের প্রতি তাঁর বিশেষ অনুরাগ ছিল। তিনি অতুলপ্রসাদী গানের শুদ্ধ সুর ও স্বরলিপি সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং তাঁর গানের স্বরলিপি গ্রন্থাকারে প্রকাশ করেন।
৪. বিষ্ণুপুর ঘরানা ও সংগীত বিষয়ক প্রবন্ধ: তাঁর অসংখ্য সংগীত বিষয়ক তাত্ত্বিক প্রবন্ধ বিভিন্ন সমসাময়িক পত্র-পত্রিকায় (যেমন: দেশ, ভারতবর্ষ) প্রকাশিত হয়েছে। উচ্চাঙ্গ সংগীতের বিশেষ করে ধ্রুপদ ও খেয়ালের তাত্ত্বিক ব্যাখ্যায় তাঁর লেখাগুলো অত্যন্ত সমৃদ্ধ।
৫. সচিত্র প্রকৃতিবাদ অভিধান (সম্পাদনা): রামকমল বিদ্যালঙ্কার রচিত এই অভিধানটি তিনি ১৮৮৮ সালের দিকে সম্পাদনা করেছিলেন বলে তথ্য পাওয়া যায়।