১৯৩১ খ্রিষ্টাব্দের ৮ মে তারিখে ঢাকার
রোকনপুরে জন্মগ্রহণ করেন।
তাঁর শিক্ষা-জীবন শুরু
হয় লক্ষ্মীপুর সেন্ট ফ্রান্সিস মিশনরী স্কুলে।
ইনি গহর জামিলের কাছে
নৃত্য শিক্ষা শুরু করেন।
পরে উভয়ের মধ্যে প্রণয়ের
সৃষ্টি হয়। পরে হিন্দু ধর্মাবলম্বী
গওহর জামিল
ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং ১৯৫২ খ্রিষ্টাব্দে উভয়ের বিবাহ হয়।
ইনি ছিলেন ২ ছেলে ও ৩
মেয়ের জননী।
১৯৫৯ খ্রিষ্টাব্দে
গওহর জামিল-এর সাথে ইনি
ঢাকাতে নৃত্য প্রশিক্ষণ কেন্দ্র জাগো আর্ট সেন্টার প্রতিষ্ঠা করেন
।
১৯৮০ খ্রিষ্টাব্দে স্বামীর
মৃত্যুর পর, ইনি একাই এই কেন্দ্র পরিচালনা
করে করতেন।
১৯৬৫ খ্রিষ্টাব্দে টেলিভিশনে 'রক্ত দিয়ে
লিখা' নাটকের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন
।
১৯৬৭ খ্রিষ্টাব্দে আলিবাবা
চল্লিশ চোর নামক ছবির মাধ্যমে ইনি চলচ্চিত্র জগতে প্রবেশ করেন।
তাঁর অভিনীত ছবির সংখ্যা
২৭৫। চলচ্চিত্রের পাশাপাশি ইনি মঞ্চ,
রেডিও,
টেলিভিশন-নাটকে অভিনয়
করেছেন। ২০০২ খ্রিষ্টাব্দের ১৪ মে তারিখে সকাল
৭টা ২২ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।