শাহজাহান দ্বিতীয় মোগল সম্রাট
(১৬৯৮-১৭১৯ খ্রিষ্টাব্দ)
১৬৯৮ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন।
তাঁর পিতার নাম রাফি-উশ্-শান। মায়ের নাম
নুর-উন-নেসা বেগম। ১৭১৯ খ্রিষ্টাব্দের ৬ই
জুন, দশম সম্রাট
রাফি-উদ-দারাজাতত-এর
মৃত্যুর পর সাইদ ভ্রাত্রীদ্বয় শাহাজাহান দ্বিতীয়কে সিংহাসনে বসান। এই বছরের
১৭ই সেপ্টেম্বর তিনি যক্ষ্মা রোগে মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুর পর সিংহাসনে বসেন
মাহমুদ শাহ
।