সাজহ্ (ভণ্ড পয়গম্বর)
সাজহ্ মধ্য এশিয়ার বানু তামিম গোত্রে জন্মগ্রহণ করেছিল। 
হজরত
মুহম্মদ (সাঃ)
-এর 
মৃত্যুর পর এই গোত্র ইসলামের বিরোধিতা শুরু করে। সাজহ্ এই গোত্রের মেয়ে। সে 
নিজেকে পয়গম্বর 
দাবী করেছিল। কিছুদিনের মধ্যে শক্তিশালী নেত্রী হিসাবে নিজেকে উপস্থাপিত করতে সক্ষম 
হয়। কিন্তু মুসলিম বাহিনীর মুখোমুখি হতে সাহসী হয় নি। কারণ এই গোত্রের 
উপগোত্রসমূহ তাকে পয়গম্বর 
হিসাবে স্বীকার করে নি। সাজহ্ নিজের শক্তি সংহত করার জন্য অপর এক ভণ্ডনবী 
মুসায়লামাকে বিয়ে করে তার সাথে তিন দিন অবস্থানের পর সে স্বস্থানে ফিরে যায়। 
মাবিয়ার রাজত্ব কালে সে ইসলাম কবুল করেছিল। 
 দেখুন 
: মুসায়লামা (ভণ্ড পয়গম্বর)