স্বাতি
প্রাচীন ভারতীয় সঙ্গীতাচার্য।

খ্রিষ্টীয় দ্বিতীয় শতাব্দীতে ভরতের রচিত নাট্যশাস্ত্রের প্রথম অধ্যায়ে স্বাতির নাম পাওয়া যায়। ভরত ইন্দ্রধ্বজ মহোৎসবে প্রথম নাট্যাভিনয়ে স্বাতি বাদক হিসেবে নিযুক্ত হয়েছিলেন নিয়েছিলেন। এই বিচারে ধারণা করা হয়, স্বাতি ভরতের সমাসায়িক ছিলেন।

খ্রিষ্টীয় দ্বিতীয় শতাব্দীতে ভরতের রচিত নাট্যশাস্ত্রের ত্রয়স্ত্রিংশ অধ্যায়ের ঢাকের উৎপত্তি নামক অংশে স্বাতির নাম পাওয়া যায়। তিনি বর্ষাকালে সরোবরে পদ্মপাতার উপর বৃষ্টিপাতের শব্দ অনুসরণে তালযন্ত্র উদ্ভাবন করা ভাবেন। তিবি এর কাঠামো তৈরি করার জন্য বিশ্বকর্মার শরণাপন্ন হলে- বিশ্বকর্মা স্বাতির অনুরোধক্রমে মৃদঙ্গ, উষ্কর, পণব এ দর্দুর তৈরি করেন। এই সূত্রে তিনি নানা ধরনের ঢাক জাতীয় তালবাদ্যযন্ত্র তৈরি করেছিলেন।
 
সূত্র: