সাতু রায়
খ্রিষ্টীয় অষ্টাদশ-ঊনবিংশ শতাব্দীর কবিগানের একজন বাধনদার। তাঁর প্রকৃত নাম ছিল সাতকড়ি রায়। তবে সাতু রায় নামেই তিনি সর্বাধিক পরিচিতি লাভ করেছিলেন।

নদীয়া শান্তিপুরের নিকটবর্তী বৈঁচি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তাঁর নিজের কোনো কবিগানের দল ছিল না। তিনি বিভিন্ন কবিয়ালদের জন্য গান রচনা করে দিতেন। তবে এই গান রচনাকে তিনি পেশা হিসেবে গ্রহণ করেন নি। প্রথম জীবনে তিনি শান্তিপুরের জমিদারের কাচারিতে চাকরি করতেন এবং সখের তাড়ানায় গান রচনা করতেন। এই সময় তিনি শিবচন্দ্র বাবুর সখের কবিগানের দলের জন্য গান রচনা করতেন। এরপর তিনি ভোলা ময়রার জন্যও গান রচনা করেছেন।

শেষ জীবনে তিনি রানঘাটের জমিদার পাল-চৌধুরীদের পক্ষে মোক্তারির কাজ করেছেন। দুর্গাদাস লাহিড়ি সম্পাদিত বাঙালির গান গ্রন্থে তাঁর ৭টি কবিগানের নমুনা পাওয়া যায়।