ভোলা ময়রা

খ্রিষ্টীয় অষ্টাদশ-ঊনবিংশ শতাব্দীর প্রখ্যাত কবিয়াল। এঁর প্রকৃত নাম ছিল ভোলা মোদক। কলকাতার বাগবাজারে তাঁর মিষ্টির দোকান ছিল। এই সূত্রে তিনি এই নামে পরিচিতি লাভ করেছিলেন। শৈশবে তিনি সংস্কৃত, হিন্দি, ফারসি ভাষা শিখেছিলেন। তবে কবিগানের টানে তিনি বাংলাতে গান লেখা শুরু করেন। ভোলা ময়রা ছিলেন স্বভাব কবি। এই সূত্রে তিনি প্রখ্যাত কবিয়াল হরুঠাকুর (১৭৪৯-১৮২৪ খ্রিষ্টাব্দ)-এর দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হন।  হরুঠাকুর-এর কাছে গানের শিক্ষা নেন। গুরু প্রেরণায় 'বাঁধুটি' কবিগান দিয়ে তাঁর কবিগানের সূচনা ঘটেছিল, কিন্তু তঁর সমসাময়িক কবিয়াল রাম বসু'র দ্বারা প্রভাবিত হয়ে, তিনি মুক্ত ধারার কবিগানে চলে আসেন। এই সূত্রে তিনি রাম বসু'র সাথের কবির লড়াইয়ে নেমেছেন বহুবার। এ ছাড়া তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন যজ্ঞেশ্বর দাস ও এ্যান্টনি ফিরিঙ্গি

 

ভোলা ময়রা নিজের রচনা বেশি পাওয়া যায় না। কথিত আছে তাঁর জন্য অধিকাংশ গান তৈরি করে দিতেন হরুঠাকুর। এ ছাড়া তাঁর দলের জন্য গান লিখে দিতেন কৃষ্ণমোহন ভট্টাচার্য, গদাধর মুখোপাধ্যায়, ঠাকুরদাস চক্রবর্তী, সাতু রায়-সহ আরও কিছু বাধনদার। দুর্গাদাস লাহিড়ি সম্পাদিত বাঙালির গান গ্রন্থে তাঁর একটি কবিগানের নমুনা পাওয়া যায়।
 




সূত্র :
বাঙালির গান। দুর্গাদাস লাহিড়ি সম্পাদিত। পশ্চিমবঙ্গ বাংলা আকাডেমি, এপ্রিল ২০১। পৃষ্ঠা: ১৮৬।