কৃষ্ণমোহন ভট্টাচার্য

খ্রিষ্টীয় অষ্টাদশ-ঊনবিংশ শতাব্দীর প্রখ্যাত কবি।

যতদূর জানা যায়, তিনি নিজে ভালো গান করতে পারতেন। কিন্তু সেকালের প্রায় সকল কবিয়ালদের জন্য তিনি গান রচনা করে দিতেন। বিশেষ করে কবিয়াল
ভোলা ময়রা এবং নিলু ঠাকুরের কবিগানের দলের জন্য গান রচনা করে দিতেন। এবং এটাই ছিল তাঁর জীবিকা। কবি গান ছাড়া তিনি বহু বৈষ্ণবসঙ্গীত রচনা করেছিলেন।



সূত্র :
বাঙালির গান। দুর্গাদাস লাহিড়ি সম্পাদিত। এপ্রিল ২০১।