নিলু ঠাকুর

খ্রিষ্টীয় অষ্টাদশ-ঊনবিংশ শতাব্দীর প্রখ্যাত কবিয়াল।

তিনি ছিলে প্রখ্যাত কবিয়াল হরুঠাকুর (১৭৪৯-১৮২৪ খ্রিষ্টাব্দ)-শিষ্য। তিনি প্রথম জীবনে হরুঠাকুরর দলে ছিলেন। পরে তাঁর ভাই রামপ্রসাদের সাথে নিয়ে নিজের দল তৈরি করেন। এই কারণে তাঁর দলের নাম ছিল 'নিলুপ্রসাদি দল'। এই দুই ভাইয়ের কেউই ভালো গান রচনা করতে পারতেন না। এঁদের অধিকাংশ গান রচনা করে দিতেন কৃষ্ণমোহন ভট্টাচার্য
দুর্গাদাস লাহিড়ি সম্পাদিত বাঙালির গান গ্রন্থে নিলঠাকুরের একটি কবিগানের নমুনা পাওয়া যায়।
 



সূত্র :
বাঙালির গান। দুর্গাদাস লাহিড়ি সম্পাদিত। এপ্রিল ২০১।