ঠাকুরদাস চক্রবর্তী
 

খ্রিষ্টীয় অষ্টাদশ-ঊনবিংশ শতাব্দীর প্রখ্যাত কবি গানের বাধনদার। তাঁর অন্যান্য নাম কবি ঠাকুরদাস, ঠাকুরদাস আচার্য।

তিনি নদীয়ার এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। গ্রাম্য পাঠশালার পড়া শেষ করে, স্থানীয় জমিদারের সেরেস্তায় কেরানির হিসেবে কর্মজীবন শুরু করেন। পাঠশালায় লেখাপড়া করার সময়ই তিনি গান রচনা করে সুনাম অর্জন করেন। কর্মজীবনের প্রবেশ করার পরও তাঁর গান রচনা অব্যাহত ছিল। এই সময় সখের কবিগানে তাঁর রচিত গান অল্প-বিস্তর পরিবেশিত হতে থাকে। এই সূত্রে তিনি বাধনদার হিসেবে তাঁর নাম ছড়িয়ে পড়ে। পরে ভোলা ময়রা, এ্যান্টনি ফিরিঙ্গিদের মতো কবিয়ালদের গান রচনা করে নিজের অবস্থান সুদৃঢ় করেন। ২৭-২৮ বৎসরে তিনি চাকুরি ছেড়ে দিয়ে, কবি গান রচনায় কবিগানের দলের সাথে ঘুরে বেড়াতেন। তিনি কখনো আসরে নামতেন না। খ্যাতিমান বাধনদার হওয়ার পরও তিনি কোনো কবিগানের দল করেন নি। তিনি কবি গানের 'সখী সংবাদ' অংশের গানের জন্য বিশেষ জনপ্রিয় হয়ে উঠেছিলেন।
দুর্গাদাস লাহিড়ি সম্পাদিত বাঙালির গান গ্রন্থে তাঁর ৪টি কবিগানের নমুনা পাওয়া যায়।
 



সূত্র :
বাঙালির গান। দুর্গাদাস লাহিড়ি সম্পাদিত। পশ্চিমবঙ্গ বাংলা আকাডেমি, এপ্রিল ২০১। পৃষ্ঠা: ২০৩-২০৪।