গদাধর 
মুখোপাধ্যায়
খ্রিষ্টীয়
 অষ্টাদশ-ঊনবিংশ 
শতাব্দীর কবিগানের বাধনদার।
গদাধর চব্বিশ পরগণার ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ। তিনি মূলত স্বভাব কবি ছিলেন। 
কবিগানের জন্য গান লেখা শুরু করলে, অচিরেই তিনি কবিয়ালদের কাছে গ্রহণযোগ্যতা লাভ 
করেন। তবে তাঁর নিজের কোনো  কবিগানের দল ছিল না। তাই তিনি তাঁর সমসাময়িক প্রায় 
সকল কবিয়ালদের জন্য গান রচনা করে দিতেন।
ভোলা ময়রা, 
লক্ষ্মীনারায়ণ যোগী, বলরাম বৈষ্ণব, হরিমোহন বন্দ্যোপাধ্যায়, নীলু পাটনির মতো 
কবিয়ালরা প্রায়ই তাঁর শরণাপন্ন হতেন। 
অনেক অাসরে বসেই প্রতিপক্ষের কবি ঘায়েল করার জন্য গান বেঁধে দিতেন। গান রচনার 
ক্ষেত্রে তাঁকে, তাঁর পূর্বর্তী গীতিকার
রাম বসুর 
সাথে তুলনা করা হতো।  
দুর্গাদাস লাহিড়ি 
সম্পাদিত বাঙালির গান গ্রন্থে 
নিলঠাকুরের ৯টি কবিগানের নমুনা পাওয়া যায়।
সূত্র:
বাঙালির গান। দুর্গাদাস লাহিড়ি সম্পাদিত। পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি, এপ্রিল ২০০১। পৃষ্ঠা: ১৯৮-২০২১।