শৈলেন রায়
১৯১০-১৯৬৩ খ্রিষ্টাব্দ
গীতিকার।

১৯১০ খ্রিষ্টাব্দে পাবনাতে জন্মগ্রহণ করেন। অল্পবয়স থেকে তিনি কাব্যচর্চা করতেন। কলকাতা সিটি কলেজ থেকে বিএ পাশ করেন। এই সময় কাজী নজরুল ইসলামের সাথে তাঁর বিশেষ সখ্য গড়ে উঠে। নজরুল ইসলামের সহায়তায় তাঁর রচিত গান 'স্মরণপারের ওগো প্রিয়, তোমার মাঝে আপন হারা' আব্বাস উদ্দিনের কণ্ঠে এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে ১৯২৭ খ্রিষ্টাব্দে প্রকাশিত হয়। এরপর থেকে তাঁর রচিত গান সেকালের বিখ্যাত শিল্পীরা গেয়েছেন। তাঁর রচিত প্রায় ১৮০০ গান সংগ্রহ করা সম্ভব হয়েছে।

১৯৬৩ খ্রিষ্টাব্দের ৭ই জুলাই মৃত্যু বরণ করেন।