তারকনাথ গঙ্গোপাধ্যায়
১৮৪৫ — ১৮৯১ খ্রিষ্টাব্দ
সাহিত্যিক

১৮৪৫ খ্রিষ্টাব্দের ৩১ অক্টোবর নদিয়া জেলার বাগআঁচড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৮৬৩ খ্রিষ্টাব্দে কলকাতার ভবানীপুর মিশনারি সোসাইটি স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় পাশ করেন। এরপর পারাবরিক উৎসাহে তিনি কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি হন। ১৮৬৯ খ্রিষ্টাব্দে এল এম এস পাশ করে এসিস্টেন্ট সার্জেন রূপে কর্মজীবন শুরু করেন।  এই সময়  ভ্যাকসিন সুপারিন্টেনডেন্ট তাঁকে হিসেবে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় যেতে হতো। এই সূত্রে উত্তরবঙ্গের মানুষের জীবনযাত্রা সম্পর্কে তিনি বিশেষভাবে জানতে পারেন। এই সময় তিনি পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি, উত্তরবঙ্গের মানুষের জীবনাযাত্রা নিয়ে গল্প উপন্যাস লেখা শুরু করেন।

১৮৭২ খ্রিষ্টাব্দে রাজশাহী থেকে শ্রীকৃষ্ণ দাসের সম্পাদনায় প্রকাশিত হয় 'জ্ঞানাঙ্কুর' নামক পত্রিকা প্রকাশিত হয়। এই সময় সাহিত্যিক ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের আগ্রহে তিনি জ্ঞানাঙ্কুর পত্রিকায় লেখা আরম্ভ করেন। এই পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়, তাঁর রচিত 'স্বর্ণলতা' উপন্যাস। ১৮৭৪ খ্রিষ্টাব্দে গ্রন্থটি পুস্তকাকারে প্রকাশিত হয়। ১৮৮৮ খ্রিষ্টাব্দে অমৃতলাল বসু এই উপন্যাসের নাট্যরূপ দেন। অমৃতলাল বসু এই নাট্যরূপের নাম দিয়েছিলেন 'সরলা'। ১৮৮৮ খ্রিষ্টাব্দের ২২ সেপ্টেম্বর স্টার থিয়েটারে নাটকটি প্রথম মঞ্চস্থ হয়েছিল।

'জ্ঞানাঙ্কুর' পত্রিকায় এই উপন্যাস ছাড়াও আরও বহু রচনা প্রকাশিত হয়েছিল। প্রশাসনিক কাজে যশোরে থাকাবস্থায় তাঁর সম্পাদনায় প্রকাশিত হয়েছিল 'কল্পলতা' নামক একটো মাসিক পত্রিকা।

স্বর্ণলতা ছাড়া তাঁর অন্যান্য উল্লেখযোগ্য উপন্যাস ছিল-  হরিষে বিষাদ, অদৃষ্ট, বিধিলিপি (অসমাপ্ত) ও ললিত সৌদামিনী।

১৮৯১ খ্রিষ্টাব্দের ২২ সেপ্টেম্বর, তিনি মৃত্যবরণ করেন।
সূত্র: