যশোরাজ খান

মধ্যযুগীয় পদকর্তা। তাঁর জন্ম-মৃত্যু কাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। তবে আলাউদ্দিন হুসেন শাহ (১৪৯৩-১৫১৯ খ্রিষ্টাব্দ)-এর শাসনামলে তিনি তাঁর দরবারে চাকরি করতেন। তিনি ব্রজবুলিতে রাধাকৃষ্ণ বিষয়ক পদ রচনা করেন। ব্রজবুলিতে রচিত এই জাতীয় রচনার প্রাচীনতম নমুনা হিসেবে, তাঁকে এই বিষয়ের প্রথম পদকর্তা বিবেচনা করা হয়।


সূত্র: