যশোরাজ খান
মধ্যযুগীয় পদকর্তা। তাঁর জন্ম-মৃত্যু কাল
সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। তবে
আলাউদ্দিন
হুসেন শাহ
(১৪৯৩-১৫১৯ খ্রিষ্টাব্দ)-এর শাসনামলে তিনি তাঁর দরবারে চাকরি করতেন।
তিনি ব্রজবুলিতে রাধাকৃষ্ণ বিষয়ক পদ রচনা করেন। ব্রজবুলিতে রচিত এই জাতীয় রচনার
প্রাচীনতম নমুনা হিসেবে, তাঁকে এই বিষয়ের প্রথম পদকর্তা বিবেচনা করা হয়।
সূত্র:
-
পুরাতন বাংলা সাহিত্যের তথ্য ও কালক্রম/সুখময় মুখোপাধ্যায়।
[খান ব্রাদার্স এ্যান্ড কোম্পানি, ডিসেম্বর ২০০০]
-
বাংলা সাহিত্যের কথা/ডঃ মুহম্মদ শহীদুল্লাহ।
[মওলা ব্রাদার্স, বাংলা একাডেমী, অক্টোবর ১৯৯৯]
-
বাংলা সাহিত্যের রূপরেখা।
গোপাল হালদার। [মুক্তধারা, আগষ্ট ১৯৮০]
- বাংলা সাহিত্যের সমগ্র ইতিহাস।
ক্ষেত্র গুপ্ত। [জাতীয় গ্রন্থ প্রকাশন, ফেব্রুয়ারি ২০০০।
-
ভারতের ইতিহাস
। অতুলচন্দ্র রায়, প্রণবকুমার চট্টোপাধ্যায়। [মৌলিক লাইব্রেরি, কলকাতা, জুন
২০০০]