বিষয়: আবদুল লতিফের গান
গান সংখ্যা:
আমি বাংলা ভালোবাসি, আমি বাংলার বাংলা আমার
ওতপ্রোত মেশামেশি ॥

বাংলাদেশের রাস্তায় চলি, মুখে ছোটে বাংলা বুলি,
বাংলা বলি হৃদয় খুলি মুখে ফুটে হাসি ॥

বাংলা ভাষায় কাঁদি-হাসি স্বপন দেখি দিবা নিশি,
চিরদিন বাংলার আশা, বাংলাদেশে করি বাসা,
বাংলা আমার মাতৃভাষা বাংলার প্রত্যাশী ॥

বাংলা ভাষায় মাকে ডাকি, বাংলা আমার মিঠা বেশি
গেলে বাংলা নদীর ঘাটে, আনন্দে প্রাণ নেচে উঠে,
সোনালি ধান বাংলার মাঠে দোলে রাশি রাশি
বাংলার দোয়েল শ্যামার ডাকে মন প্রাণ করে উদাসী ॥

বাংলাদেশে ফুলে ফলে, কিবা শোভা শ্যামল দোলে,
বাংলাদেশে সুধা ঢালে শারদীয়া শশী,
বাংলা আমার গয়া গঙ্গা, মথুরা ও বারানসী ॥